কেন বাদ ইশান কিষাণ, চেতনের উচিত সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দেওয়া: আজহারউদ্দিন
শুভব্রত মুখার্জি: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মাটিতেই এই মুহূর্তে ওয়ানডে সিরিজ খেলছেন রোহিত শর্মারা। আর সেই দলেই জায়গা পাননি বাঁহাতি প্রতিভাবান কিপার ব্যাটার ইশান কিষাণ। গত সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য দ্বি-শতরানের ইনিংস খেলার পরেও তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজে ভারতীয় দলের প্রথম একাদশে ইশানের জায়গা না পাওয়াতে অবাক সকলেই। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও। উল্লেখ্য কিষাণ তাঁর শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৩১ বলে ২১০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে মহম্মদ আজহারউদ্দিনের স্পষ্ট বক্তব্য কিষাণদের বিষয়টি নিয়ে ১টি বা ২টি সাংবাদিক সম্মেলন করে নির্বাচকদের তরফে ব্যাখ্যা দেওয়া উচিত নির্বাচক প্রধান চেতন শর্মার।
আরও পড়ুন… IND vs SL 2nd ODI: কলকাতায় দ্রাবিড়ের ৫০তম জন্মদিন পালন দলের, নেই কোহলি
প্রসঙ্গত তাঁর প্রাক্তন সতীর্থ চেতন শর্মার প্রতি উপদেশের সুরেই কথা গুলো বলেছেন মহম্মদ আজহারউদ্দিন। উল্লেখ্য প্রথম ওয়ানডেতে ভারতীয় প্রথম একাদশে জায়গা হয়নি সূর্যকুমার যাদব এবং ইশান কিষাণের। বিষয়টি নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, ‘চেতনের (শর্মার) উচিত ছিল অন্ততপক্ষে একটা বা দুটো সাংবাদিক সম্মেলন করা। সেখানে বলা উচিত ছিল বর্তমান এই দলটার ভবিষ্যত ঠিক কি পরিকল্পনা রয়েছে।’
আরও পড়ুন… Pak vs NZ: কেন-কনওয়ের দুরন্ত ইনিংস, ঠুকঠুক করে হার বাঁচাতে পারলেন না বাবর
পাশাপাশি মহম্মদ আজহারউদ্দিন, কিপার ব্যাটার কেএল রাহুলেরও যথেষ্ট সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি মনে করি রাহুলের ক্ষেত্রে ধারাবাহিকতার বড়সড় সমস্যা রয়েছে। তবে আমি এটাও মনে করি কোচরাও রয়েছেন ওর সমস্যাগুলোকে সমাধানের জন্য। আমার মতে ও একজন খুব ভালো ক্রিকেটার। তবে ওঁর খেলাতে ধারাবাহিকতার অভাব রয়েছে। একাধিকভাবে আউট হচ্ছেন রাহুল। প্রাথমিকভাবে বলতে গেলে ও যে খুব ভালো বলে আউট হচ্ছে তাও নয়। তবে বিপক্ষ ওঁকে আউট করে দিতে সক্ষম হচ্ছে। প্রথমত ওঁর শট নির্বাচন একেবারেই ভালো নয়। সেই কারণেই ও সমস্যাতে পড়ছে।’
For all the latest Sports News Click Here