‘নিজেকে সম্রাজ্ঞী মনে হচ্ছে!’ স্তন ক্যানসার জয়ী ছবি নতুন পোস্টে কীসের আভাস দিলেন
ছবি মিত্তলের জীবনে ফের খুশির হাওয়া লেগেছে। আর হবে নাই বা কেন শুনি! মারণ কর্কট রোগ যে বাগে এসে গিয়েছে। এটা কি কম আনন্দের কথা? অভিনেত্রী জানালেন, তাঁর জীবনে এখন সব ‘পারফেক্ট’। যেমনটা থাকার কথা এখন তাঁর জীবনে সবটা তেমনই আছে। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তাঁর সম্প্রতি। আর সেখানে জানা গিয়েছে তাঁর স্তন এখন বিপন্মুক্ত।
অভিনেত্রী জানিয়েছেন গত বছর তাঁর জীবনকে একদম বদলে দিয়েছে। অনেক কিছু শিখেছেন তিনি ২০২২ থেকে। গত বছরই তাঁর ক্যানসার ধরা পড়ে। জানতে পারেন তিনি স্তন ক্যানসারে ভুগছেন। তবে আশা এবং আনন্দের কথা এই যে তিনি গত বছরই তিনি ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন। এই অসম লড়াইয়ে জিতেছেন। তবে সেই সফর কি খুব সহজ ছিল? অভিনেত্রীর কথায় একদমই না। কেমন ছিল তাঁর এই সফর, কী কী ফেস করতে হয় তাঁকে সবটাই জানালেন।
ছবি মিত্তল তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। জানালেন ২০২২ সালে তাঁর স্তনে অস্ত্রপ্রচার হয়। বাদ দেওয়া হয় স্তনের ভিতর থাকা টিউমারটিকে। এটার জন্য লামপেকটমি অপারেশন হয় তাঁর। যদিও এই অপারেশনের ফলে তাঁর স্তনের আকার বদলে যায়নি বা অন্য কোনও ক্ষতি হয়নি।
সুইমস্যুট পরে তিনি একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এর পর তাঁকে নানা মন্তব্যের সম্মুখীন হতে হয়। তাঁর স্তন নিয়ে নানা কথা শুনতে হয়। এক ব্যক্তি লেখেন, ‘আমি জানতাম ব্রেস্ট ক্যানসার হলে স্তন কেটে বাদ দিতে হয়।’ তবে এই সব মন্তব্যকে অগ্রাহ্য করেননি অভিনেত্রী। উল্টে বেশ কড়া জবাব দিয়েছিলেন তিনি। তিনি লেখেন, ‘ হ্যাঁ, এখনও আমায় নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। আমি কিছুদিন আগে ছুটি কাটাতে গিয়ে কিছু ছবি আর রিল পোস্ট করেছিলাম। সেখানেই একটি কমেন্ট আমার নজর কাড়ে। বাজারের আর পাঁচটি জিনিসের মতো আমার স্তন নিয়ে সেখানে আলোচনা চলছিল।’
তবে সেসব কিছুই এখন অতীত। নতুন বছর অভিনেত্রীর জন্য নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। বহুদিন পর নিজেকে নিয়ে ফেসবুকে তিনি একটি বড়সড় পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘নিজেকে সম্রাজ্ঞী মনে হচ্ছে। আমাকে আর পায় কে? চেকআপ করতে গিয়ে শুনলাম আমার স্তন এখন একেবারে নিখুঁত। আমার শরীর একদম ঠিক আছে। ডাক্তারদের মতো আমিও দারুন রোমাঞ্চিত। অনেকেই ভাবছেন আমি কী করে এত দ্রুত সেরে উঠছি। কিন্তু সেই উত্তর দেওয়ার আগেই আমার লাফিয়ে উঠতে ইচ্ছে করছে। এটাই জীবন। সে তোমার জন্য সবসময় তৈরি। এবার তুমি সেটা উপভোগ করছ কিনা, সেটা তোমার ব্যাপার।’
For all the latest entertainment News Click Here