প্রথম ওডিআই-র আগে সাপের উপদ্রব রুখতে স্প্রে করা হচ্ছে গুয়াহাটি স্টেডিয়ামে
গত বছরের অক্টোবরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। মাঠের ভেতর হঠাৎ ঢুকে পড়ে একটি সাপ। খেলা বন্ধ থাকে প্রায় পাঁচ মিনিট। এক মাঠ কর্মীর চেষ্টায় বার করা হয় সাপটিকে। ঘটনায় মুখ পুড়েছিল অসম ক্রিকেট সংস্থার।
ঘটনার তিন মাস পর ফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতেছে ভারত। আজ মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামছে মেন ইন ব্লু। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি হতে চলেছে অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের সঙ্গে সঙ্গেই অসম ক্রিকেট সংস্থার কর্তাদের কাছেও কঠিন পরীক্ষার এই ম্যাচ। আগে অনেকবার খেলা বিঘ্নিত হয়েছে এই স্টেডিয়ামে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রথম ওয়ানডের আগে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের সব আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে।
এই প্রসঙ্গে অসম ক্রিকেট সংস্থার সভাপতি তরঙ্গ গগৈ বলেন, ‘মশা দূর রাখতে ব্যবস্থা গ্রহণ করেছি। তার সঙ্গেই স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন আবাসন চত্বরে শাপ দূরে রাখার জন্য রাসায়নিক স্প্রে করা হচ্ছে।’
বিসিসিআই যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘এই ম্যাচটি বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকঠাক ভাবে আয়োজন করতে পারলে বিশ্বকাপেরও ম্যাচ আয়োজন করার সুযোগ মিলতে পারে।’
উল্লেখ্য, একাধিকবার বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম বিতর্কে জড়ায়। শুধু মাঠে ঢুকে যাওয়া নয়। ২০২০ সালে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পিচ জলে ভিজে যায়। ত্রিস্তরীয় আবরণ থাকা সত্ত্বেও। এরপর পিচ শুকোনোর জন্য হেয়ার ড্রায়ার এবং আয়রন ব্যবহার করতে দেখা যায়। যা বিতর্কে সৃষ্টি করে। গত বছর অক্টোবর মাসে মাঠে সাপ ঢুকে যাওয়া ছাড়াও অলো নিভে যায়। সব খেলোয়াড় ড্রেসিং রুমে চলে যান। প্রায় ১৮ মিনিটের পরে ধীরে ধীরে আলো জ্বালানো সম্ভব হলে ম্যাচ শুরু হয়।
স্বাভাবিকভাবেই পূর্ববর্তী অভিজ্ঞতা চাপে রেখেছে ক্রিকেট অসম ক্রিকেট সংস্থার কর্তাদের। ম্যাচ আয়োজনের কোনও রকম খামতি রাখতে চাইছেন না তারা। এই ম্যাচের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে অসম সরকার। কামরূপ মেট্রোপলিটন জেলায় অর্ধদিবস ছুটি থাকবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে নামবে ২ দল। দুপুর ১টার পর থেকে কামরূপ মেট্রোপলিটন জেলার সব সরকারি অফিস, স্কুল বন্ধ করে দেওয়া হবে।
For all the latest Sports News Click Here