75th Independence Day-ধোনির পথে হেঁটে টুইটারের প্রোফাইলে তেরঙ্গার ছবি দিলেন কোহলিও
সোমবার দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সারা দেশ জুড়েই এখন দেশপ্রেমের জোয়ার। ঘরে ঘরে তেরঙা জাতীয় পতাকা টাঙানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ বার মহেন্দ্র সিং ধোনির পথে হেঁটে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলের পথে হাঁটলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।
প্রসঙ্গত সবার প্রথমে ধোনিই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দিয়েছিলেন। তাতে লেখা, ‘ভারতীয় হতে পেরে আমি ধন্য।’
আরও পড়ুন: কোহলি, রোহিতদের বিকল্প রয়েছে, কিন্তু ওর নেই- কাকে নিয়ে এমন দাবি আকাশ চোপড়ার?
এমএস ধোনি এবং বিরাট কোহলি হলেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে দুই তারকা। আর দু’জনের মধ্যে খুব ভালো সম্পর্কও রয়েছে। এবং সেখানে অনেক পারস্পরিক শ্রদ্ধা বিদ্যমান। অতীতে এমনটা বহু বার হয়েছে, যখন ধোনির কাছে পরামর্শের জন্য গিয়েছিলেন কোহলি এবং ধোনিও একজন বড় ভাইয়ের মতো তাঁকে সাহায্য করেছেন।
আরও পড়ুন: রান করা নিয়ে ভাবেননি- নতুন ধারায় কোহলির মানিয়ে নেওয়া প্রসঙ্গে ভারতের প্রাক্তনী
যাইহোক এটা সকলেই জানেন যে, ধোনি বহু বার দেশভক্তির পরিচয় দিয়েছেন। তাঁর কাজে সেই ঝলক বার বার দেখা গিয়েছে। যে কারণে ধোনি তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে তেরঙ্গার ছবি দিতে দেরী করেননি। এ বার সেঅ একই কাজ করলেন কোহলিও।
স্বাধীনতা দিবসের আগের দিন কোহলি দেশের প্রতি তাঁর ভালবাসা দেখানোর জন্য প্রোফাইল পিকচারে তেরঙ্গার ছবি দিয়েছেন। আর কোহলির এই পদক্ষেপে খুশি তাঁর ভক্তরাও।
কোহলি ইংল্যান্ড সফরের পর থেকেই বিশ্রামে রয়েছেন। তবে এশিয়া কাপের দলে ফিরছেন তিনি। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কোহলি তাঁর ফর্মের জন্য ইদানীং প্রচুর সমালোচনার মুখোমুখি হচ্ছেন। যে কারণে আসন্ন এশিয়া কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবেন তিনি। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে ফিরে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চাইবেন কি কোহলি। দেখার, এশিয়া কাপে পুরনো কোহলির ঝলক দেখা যায় কিনা!
For all the latest Sports News Click Here