2026 এবং 2030 WC-এ ফুটবলার ছাড়তে ক্লাবগুলোকে ৭০ শতাংশ বেশি ক্ষতিপূরণ দেবে FIFA
শুভব্রত মুখার্জি: ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় প্রতি চার বছর অন্তর। ২০২২ সালেই কাতারে বসেছিল শেষ বিশ্বকাপের আসর। আবার ফের চার বছর বাদে অর্থাৎ ২০২৬ সালে বসবে ফিফা বিশ্বকাপের আসর। ফিফা বিশ্বকাপে বিভিন্ন দেশের ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের ফুটবলারদের ছাড়তে ক্লাবগুলোকে ফিফার তরফে ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। ২০২৬ এবং ২০৩০ সালের বিশ্বকাপের জন্য সেই ক্ষতিপূরণের অঙ্ক ঘোষণা করা হল ফিফার তরফে। প্রসঙ্গত এ বারে ঘোষিত অর্থের পরিমাণ আগের যে কোনও ক্ষতিপূরণের পরিমাণের তুলনায় অনেকটাই বেশি। এই অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭০ শতাংশ!
আরও পড়ুন: আগুনে মেজাজে রোনাল্ডো, ৬-০ জয় পর্তুগালের, জিতল ইংল্যান্ড, ইতালিও
ফিফার তরফে সোমবারেই এই ক্ষতিপূরণের অঙ্ক ঘোষণা করা হয়েছে। যেখানে ক্লাবগুলোকে ফুটবলার ছাড়তে ফিফার তরফে মোট ৩৫৫ মিলিয়ন ডলার অর্থ ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে! এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে ধার্য হওয়া ক্ষতিপূরণের অঙ্কের তুলনায় যা অনেকটাই বেশি। আগের ওই দুই বিশ্বকাপে ফিফার তরফে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছিল ২০৯ মিলিয়ন ডলার। অর্থাৎ ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এই ক্ষতিপূরণের অঙ্ক।অবশ্য এই ক্ষতিপূরণের অঙ্ক দেওয়া হবে পুরুষদের ফুটবল বিশ্বকাপেই। মহিলা ফুটবল বিশ্বকাপের জন্য ক্লাবগুলোর ক্ষতিপূরণের অঙ্ক এখন ঐ ফিফার তরফে জানানো হয়নি। উল্লেখ্য ফিফার তরফে আগেই জানানো হয়েছিল ২০২৫ সালের জুনের পর থেকে ক্লাব ফুটবলের যে বিশ্বকাপ হবে তা এখন থেকে ৩২ ক্লাবের মধ্যে করা হবে।
আরও পড়ুন: 2026 FIFA WC হবে ৪৮ দলে, ম্যাচ বেড়ে হচ্ছে ১০৪টি, টুর্নামেন্ট চলবে ৪০ দিন ধরে
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সোমবার ইসিএ জেনারেল অ্যাসেম্বলিতে নয়া মৌ স্বাক্ষরিত হয়েছে। সেখানেই এই নয়া ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। ইসিএ চেয়ারম্যান নাসের আল খেলাইফি জানিয়েছেন, ‘সারা বিশ্বের ফুটবলে ক্লাবগুলোর ভূমিকাকে এই মৌ সম্মান জানাচ্ছে। এই মৌ নিশ্চিত করছে, যাতে করে সমস্ত বিষয়গুলো সঠিক ভাবে তুলে ধরা যায়। যে কোনও ইস্যু, যা তাদের সমস্যায় ফেলতে পারে, সেই বিষয়টি এই মৌ-র মাধ্যমে খেয়াল রাখা হয়েছে।’ তবে ক্লাব বিশ্বকাপ ফুটবল ২০২৫ সালের পর থেকে পর পর চার বছর করার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে স্প্যানিশ লা লিগার তরফে।
For all the latest Sports News Click Here