2023 IPL-এ ফ্লপ হলেও রাসেল, নারিনকে ছাড়তেই পারছে না নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স তারকা আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন এবং জেসন রয় এমএলসির উদ্বোধনী মরশুমের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (এলএকেআর) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আইপিএলের চূড়ান্ত হাতাশাজনক পারফরম্য়ান্সের পরেও তাদের ছাড়তে পারছে না নাইট ম্যানেজমেন্ট।
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (সিপিএল) জন্যও রাসেল এবং নারিনকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ‘ভাই’ ত্রিনব্যাগো নাইট রাইডার্স (টিকেআর)। এবার এমএলসি-তেও তাদের হাত ছাড়ল না এলএকেআর।
এ ছাড়াও অ্যাডাম জাম্পা, মার্টিন গাপ্তিল এবং রিলি রসৌকে সই করিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এলএকেআর স্কোয়াডে উন্মুক্ত চাঁদ, মার্কিন যুক্তরাষ্ট্রের জসকরণ মলহোত্রা এবং আলি খানও রয়েছেন। জসকরণ মলহোত্রা আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছ’টি ছক্কা হাঁকানো চার জন ক্রিকেটারদের মধ্যে একজন। এবং এই তিন ক্রিকেটার অর্থাৎ উন্মুক্ত, জসকরণ এবং আলি খানকে মার্চে এই ফ্র্যাঞ্চাইজি দ্বারা বাছাই করা হয়েছিল।
আরও পড়ুন: এখনই যাচ্ছে না রোহিতের অধিনায়কত্বের চাকরি, বোর্ডের নজরে ক্যারিবিয়ান সফর
গত মাসে ব্রিটিশ ওপেনিং ব্যাটসম্যান জেসন রয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের ‘বর্ধিত চুক্তি’ ত্যাগ করেছেন, তবে ইসিবি আশ্বাস দিয়েছে যে, ভবিষ্যতে তাঁকে সীমিত ওভারের দলে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। তিনি ২০২৩ আইপিএলে কেকেআর-এর বদলি খেলোয়াড় ছিলেন।
আরও পড়ুন: অশ্বিনের মতো করে অদ্ভূত ভাবে কাউকে বাদ পড়তে হয়নি- কোহলি, শাস্ত্রীও ঝাড় খেলেন গাভাসকরের
নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এমএলসি-এর প্রথম মরশুমের জন্য একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল তৈরি করেছি, যারা সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের আনন্দ দিতে পারে। নাইট রাইডার্স গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বৃদ্ধিতে এবং আমাদের অনন্য ব্র্যান্ড ক্রিকেটকে বিশ্ব জুড়ে নতুন দর্শকদের কাছে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।’
এলএকেআর স্কোয়াডে আলি শেখ ইউএসএ, ভাস্কর ইয়াদরাম (ওয়েস্ট ইন্ডিজ), কর্ন ড্রাই (দক্ষিণ আফ্রিকা), নীতিশ কুমার (কানাডা), সাইফ বদর (পাকিস্তান) এবং শ্যাডলি ভ্যান শালকউইক (দক্ষিণ আফ্রিকা) রয়েছেন।
টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত ২০২৩ এমএনসি অনুষ্ঠিত হবে। যে টুর্নামেন্টে ছ’টি দল অংশ নেবে।
For all the latest Sports News Click Here