৯ জুলাই থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত
শুভব্রত মুখার্জি: আসন্ন বাংলাদেশ সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। বিসিসিআইয়ের তরফে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারত ৯ জুলাই বাংলাদেশ সফরে তাদের প্রথম ম্যাচ খেলবে। ২২ জুলাই শেষ হবে তাদের সফর। এই দিন শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল। ভারতীয় দল বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলবে। ভারতীয় মহিলা দলের নির্বাচক কমিটি বাংলাদেশ সফরের জন্য ভারতের ওয়ানডে এবং টি-২০ দল ঘোষণা করেছে। সবকটি ম্যাচ খেলা হবে মিরপুরে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হবে ওয়ানডে এবং টি-২০ সিরিজের সবকটি ম্যাচ।
সিরিজে হরমনপ্রীত কৌরের ডেপুটি হিসেবে অর্থাৎ সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন স্মৃতি মন্ধানা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের ট্রফি জয়ের অন্যতম নায়ক রিচা ঘোষকে অবশ্য বাংলাদেশ সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি রেণুকা সিং ঠাকুর এবং শিখা পান্ডেকেও বাদ দেওয়া হয়েছে এই সফরের দল থেকে। রেণুকার যদি ও ডব্লুপিএলে পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। তবে শিখা পান্ডে কিন্তু ডব্লুপিএলে ও ১০ টি উইকেট নিয়েছিলেন। তারপরেও তাঁর এই বাদ পড়ার কি ব্যাখ্যা সেটা অনেক বিশেষজ্ঞ অবশ্য খুঁজে পাননি। পাশাপাশি নবীন অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল যিনি ডব্লুপিএল এবং হংকংয়ে এমার্জিং এশিয়া কাপে ভাল পারফরম্যান্স করেও জায়গা পাননি জাতীয় দলে।
অন্যদিকে ওয়ানডে ফর্ম্যাটে জায়গা না হলেও টি-২০ ফর্ম্যাটে জায়গা করে নিয়েছেন এস মেঘানা। অন্যদিকে অলরাউন্ডার স্নেহ রানা জায়গা পেয়েছেন ওয়ানডে দলে তবে জায়গা পাননি টি-২০ স্কোয়াডে।৯,১১ এবং ১৩ জুলাই খেলা হবে তিনটি টি-২০ ম্যাচ। ১৬,১৯ এবং ২২ জুলাই খেলা হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক ভারতের টি-২০ এবং ওয়ানডে ম্যাচের পূর্ণ দল :-
১) ভারতের মহিলা ক্রিকেট টিমের ওয়ানডে দল: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হারলিন ডিওল, যশতিকা ভাটিয়া, আমানজোত কৌর, উমা ছেত্রী, প্রিয়া পুনিয়া, দেবিকা বৈদ্য, পূজা ভস্ট্রকার, অঞ্জলি সর্বানী, মনিকা প্যাটেল, মেঘানা সিং, রাশি কানোজিয়া, অনুষ্কা বারেড্ডি এবং স্নেহ রানা।
২) ভারতের মহিলা ক্রিকেট টিমের টি-টোয়েন্টি দল :-
হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হারলিন ডিওল, যশতিকা ভাটিয়া, আমানজোত কৌর, উমা ছেত্রী, দেবিকা বৈদ্য, এস মেঘানা, মেঘানা সিং, পূজা ভস্ট্রকার, অঞ্জলি সর্বানী, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া অনুষ্কা বারেড্ডি এবং মিন্নু মানি।
দেখে নেওয়া যাক বাংলাদেশ সফরের ক্রীড়াসূচি-
৯ জুলাই – প্রথম টি-টোয়েন্টি (ভারতীয় সময় দুপুর ১.৩০)
১১ জুলাই – দ্বিতীয় টি-টোয়েন্টি (ভারতীয় সময় দুপুর ১.৩০)
১৩ জুলাই – তৃতীয় টি-টোয়েন্টি (ভারতীয় সময় দুপুর ১.৩০)
১৬ জুলাই – প্রথম ওডিআই (ভারতীয় সময় সকাল ৯টা)
১৯ জুলাই – দ্বিতীয় ওডিআই (ভারতীয় সময় সকাল ৯টা)
২২ জুলাই – তৃতীয় ওডিআই (ভারতীয় সময় সকাল ৯টা)
For all the latest Sports News Click Here