৯১ নট-আউট, কাউকে দরকার হল না, টেস্টে ৩০০ করা ভারতীয় তারকা একাই জেতালেন T20 ম্যাচ
বীরেন্দ্র সেহওয়াগের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির করার নজির রয়েছে করুণ নায়ারের। ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে রান করেন। তবু আইপিএলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন কর্নাটকের তারকা ক্রিকেটার। কেকেআরে মাঠে নামার সুযোগ পেতেন না। রয়্যালসে যোগ দিয়ে নজর কাড়তে পারেননি।
এই অবস্থায় নায়ার টি-২০ ক্রিকেটের মঞ্চে ফের একবার নিজের জাত চেনালেন। এবার মহারাজা টি-২০ ট্রফিতে কার্যত একার হাতে ম্যাচ জেতালেন মহীশূর ওয়ারিয়র্সকে।
টুর্নামেন্টের সপ্তম ম্যাচে সম্মুখমরে নামে মবহীশূর ও হুবলি টাইগার্স। টস জিতে হুবলিকে শুরুতে ব্যাট করতে পাঠান মহীশূর দলনায়ক নায়ার। হুবলি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করে। লুবনিথ সিসোদিয়া ৩৮, লিয়ান খান ২৬ ও তুষার সিং ৩৬ রান করেন। ২২ রানে ২টি উইকেট নেন শ্রেয়স গোপাল।
আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ৭৪ ম্যাচে সব মিলিয়ে ১৩১ রান করেছেন যিনি, সেই ক্রিকেটার ২২ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন
জবাবে ব্যাট করতে নেমে মহীশূর ১৫.৫ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৪১ রান সংগ্রহ করে নেয়। দল ২৫ বল বাকি থাকতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যাওয়ায় নিশ্চিত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় করুণ নায়ারকে। তিনি ব্যক্তিগত ৯১ রানে অপরাজিত থাকেন। ৫২ বলের ইনিংসে নায়ার ১১টি চার ও ৩টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Maharaja T20 Trophy: ব্যর্থ পাডিক্কাল, মারকাটারি হাফ-সেঞ্চুরিতে ম্যাচ জেতালেন মণীশ পান্ডে
মহীশূরের অপর ওপেনার নিহাল উল্লাল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির চৌকাঠে দাঁড়িয়ে যান। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নায়ার।
For all the latest Sports News Click Here