৯০ মিনিট ভালো খেললে আমাদের হারানো কঠিন- জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার EB কোচের
ন’দিন আগেই হতাশাজনক পারফরম্যান্সের পরে রবিবার জামশেদপুরের বিরুদ্ধে জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। গত ম্যাচের হারের হতাশা কাটিয়ে উঠে এ দিন উজ্জীবিত ফুটবল খেলে লাল-হলুদ শিবির। এবং তারা ৩-১-এ জয় ছিনিয়ে নেয়।
কোন জাদুতে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল? ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে সব প্রশ্নেরই উত্তর দিলেন লাল-হলুদের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে। কী বললেন কনস্ট্যান্টাইন, জেনে নিন বিস্তারিত-
আরও পড়ুন: ৩-১ গোলে জিতে ইস্পাতনগরী থেকে পুরো তিন পয়েন্ট তুলে আনল ইস্টবেঙ্গল
প্রশ্ন: জামশেদপুরের বিরুদ্ধে আপনাদের ভাগ্য সহায় ছিল বলে জিততে পেরেছেন?
কনস্ট্যান্টাইন: আমার তা মনে হয় না। আমরা যে সুযোগগুলো পেয়েছি, সেগুলো কাজে লাগিয়েছি। জামশেদপুর দু’-একটা সুযোগ তৈরি করতে পেরেছিল। আমি যদিও ওগুলোকে সুবর্ণ সুযোগ বলব না। আমরা এ রকমই ফুটবল খেলি। গত সপ্তাহের ম্যাচে যে দু’টো গোল করেছিলাম আমরা, সেগুলোও আজকের মতোই গোল ছিল। তাই শুধু ভাগ্যকে কৃতিত্ব দেওয়া যাবে না। এর আগে কয়েকটা ম্যাচে ভাগ্যের সহায়তা পাইনি আমরা। যে ম্যাচগুলো আমরা জিতেছি, সেগুলোতে ৯০ মিনিটই আমরা ভালো খেলেছি। যখন আমরা পুরো ম্যাচ ভালো খেলি, তখন আমাদের হারানো কঠিন হয়ে ওঠে। এ দিন ছেলেরা যা খেলেছে, তাতে আমি খুবই খুশি। ওরা সত্যিই অসাধারণ খেলেছে।
আরও পড়ুন: বেঙ্গালুরু ম্যাচই পরের লক্ষ্য- হায়দরাবাদ জয় অতীত করে হিসেব কষা শুরু ATK MB কোচের
প্রশ্ন: নওরেম মহেশ ও ক্লেটন সিলভার ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে কী বলবেন?
কনস্ট্যান্টাইন: শুধু ক্লেটন নয়, কমলজিৎ, ইভান আজ আমাদের গোলের সামনে দুর্দান্ত খেলেছে। সার্থক, জেরিও ভালো খেলেছে। প্রত্যেকেই আজ ভালো খেলেছে। দু-একজন ভালো খেললেই দল জেতে না। দু-একজন ফুটবলার দলকে জেতাতে পারে না। যারা গোল করেছে, তাদের গোল করার জন্যই খেলানো হয়। মহেশকে বল সাপ্লাই দেওয়ার কাজই দেওয়া হয়েছে। প্রথম গোলে সুহেরের টাইমিং একেবারে নিখুঁত ছিল। জর্ডন ও লিমা দু’জনেই দুরন্ত খেলেছে। মাঝমাঠে ওরাই বল নিয়ন্ত্রণে রেখেছিল। ওদের নিয়ন্ত্রণ থেকে বল ছিনিয়ে নেওয়া বেশি কঠিন হয়ে ওঠে। প্রত্যেকেই তাদের ভূমিকা যথাযথ ভাবে পালন করেছে। যে রক্ষণ নিয়ে গত ম্যাচের পরে প্রচুর অভিযোগ উঠেছিল, সেই একই খেলোয়াড়রা আজ রক্ষণে খেলেছে। আশা করি, সব অভিযোগের জবাব দিতে পেরেছে তারা।
প্রশ্ন: আপনারা ক্রমশ অ্যাওয়ে ম্যাচে জয়ের ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে উঠছেন। এর কারণ কী?
কনস্ট্যান্টাইন: ম্যাচ জিতলে এটা কোনও ব্যাপার নয়। আমরা ন’পয়েন্ট নিয়ে এসেছি বাইরে থেকে, অবশ্যই ঘরের মাঠে জিততে চাই আমরা। কারণ, আমাদের সমর্থকেরা সেটা চান। হয়তো অদূর ভবিষ্যতে তাও পাব। এটা ঠিক যে, বাইরে এসে আমরা ভালো খেলছি।
For all the latest Sports News Click Here