৮ ম্যাচে করতে হবে ৯৪ রান, রোহিত-বিরাট জুটির এই নতুন রেকর্ডের অপেক্ষায় বাইশ গজ
নতুন অধিনায়ক হওয়ার পর এখন পর্যন্ত একটিও সিরিজ হারেননি রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নিজের এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন হিটম্যান। এর আগে টি-টোয়েন্টি সিরিজে রোহিতের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। তবে ম্যাচের আগেই বিপত্তির মুখে পড়ে দলটি। চোটের কারণে প্রথম ম্যাচে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির খেলাটা সন্দেহজনক। তবে টি-টোয়েন্টি সিরিজে তরুণ খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ইংলিশ অধিনায়ক জোস বাটলার টি-টোয়েন্টি সিরিজের বাজে ফর্ম কাটিয়ে উঠতে চান। ইয়ন মর্গ্যানের জায়গায় দলের নেতৃত্ব পেয়েছেন তিনি।
আরও পড়ুন… শ্রমিকদের ক্রিকেটার সাজিয়ে রাশিয়ানদের সঙ্গে প্রতারণা, দেখুন সেই ম্যাচের ফুটেজ
এদিনের ম্যাচে ওপেন করতে পারেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জুটি। যদিও ধাওয়ান টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন না, তবে ওয়ানডেতে তার রেকর্ড খুব ভালো। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। তাই তিনি এখানে ভালো করতে চাইবেন। রোহিত ও ধাওয়ানের জুটি ওডিআইতে ভারতের দ্বিতীয় সফল ওপেনিং জুটি। আজ তারা যদি ৫০ রানের পার্টনারশিপ করে তাহলে প্রাক্তন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।
আরও পড়ুন… শ্রমিকদের ক্রিকেটার সাজিয়ে রাশিয়ানদের সঙ্গে প্রতারণা, দেখুন সেই ম্যাচের ফুটেজ
ওপেনার হিসেবে সচিন ও সৌরভের জুটি ওয়ানডেতে ৬৬০৯ রানের জুটি গড়েছে। এই সময়ে তারা ২১টি সেঞ্চুরি এবং ২৩টি হাফ সেঞ্চুরির পার্টনারশিপ করেছেন। ওপেনিং জুটি হিসেবে রোহিত ও ধাওয়ান এখন পর্যন্ত ৪৯৯৪ রানের জুটি গড়েছেন। এমন অবস্থায় দুজনের ভাগাভাগিও আজ ৫ হাজার রানের রেকর্ড স্পর্শ করতে পারে। অর্থাৎ সচিন ও সৌরভের ৫ হাজার রানের রেকর্ডের সমান হবে। ১১১টি ইনিংসে এই জুটি এখন পর্যন্ত ১৭টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি জুটি করেছেন।
আরও পড়ুন… শ্রমিকদের ক্রিকেটার সাজিয়ে রাশিয়ানদের সঙ্গে প্রতারণা, দেখুন সেই ম্যাচের ফুটেজ
এদিকে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি ওয়ানডেতে এখনও পর্যন্ত ৬৪.৫৫ গড়ে করেছে ৪,৯০৬ রান। যার ফলে বাইশ গজে একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা। এখন যদি তারা আগামী আট ইনিংসে আরও ৯৪ রান করতে পারেন, তাহলে তাদের জুটি একদিনের ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজারের ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলবে।
For all the latest Sports News Click Here