‘৮০ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন’, ‘আইডল’ অমিতাভ বচ্চনের মতো হতে চান রণবীর সিং
অভিনেতা অমিতাভ বচ্চনকে অনুসরণ করেন রণবীর সিং। ৮০ বছর বয়সে বিগ বি-র মতো হতে চান তিনি। সম্প্রতি ‘লোকমত মহারাষ্ট্রীয়ান পুরস্কারে ২০২২’-এ সম্মানিত হয়ে একথা জানিয়েছেন রণবীর।
মঙ্গলবার এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে রণবীরকে। নিজের ‘আইডল’ অমিতাভ বচ্চনকে এই পুরস্কার উৎসর্গ করেন অভিনেতা। রণবীর ছাড়াও এই পুরস্কার পেয়েছেন কিয়ারা আডবানি। আরও পড়ুন: শিকাগোর আর্ট মিউজিয়ামে মনোময়, মঞ্চকে সাক্ষী রেখে গান গেয়ে উঠলেন গায়ক
পুরস্কার হাতে নিয়ে নিজেকে ‘একজন গর্বিত মহারাষ্ট্রীয়ান’ বলে উল্লেখ করেছেন রণবীর। এরপরই নানা পটেকরের দিকে তাকিয়ে অভিনেতা বলেন, ‘নানা জি আপনার বন্ধু এবং আমার আইডল অমিতাভ বচ্চনের জন্মদিন আজ। আমার আইডল অমিতাভ বচ্চনজিকে ৮০-র জন্মদিনের শুভেচ্ছা। এই পুরস্কার আমি তাঁকে উৎসর্গ করছি।’ আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ড্রিম এন্ট্রি শর্মিলার, ‘মেরে সপনো কি রানি’-তে নাচ নায়িকার
অভিনেতা আরও বলেন, ‘আমি ছোট থেকে অমিতাভ বচ্চনের মতো হতে চেয়েছিলাম। আজও অমিতাভ বচ্চন হতে চাই। আগামীতেও অমিতাভ বচ্চনের মতো হতে চাইব। মানে ৮০ বছর বয়সে এসেও অভিনয় করে যাচ্ছেন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অমিতাভ বচ্চনের প্রশংসা করেছেন রণবীর। তিনি বলেন, ‘আমার মন জুড়ে তাঁর পোস্টারগুলি রয়েছে। বলতে দ্বিধা নেই, তিনি আমার আইডল। দেবতার মতো তাঁকে আমি শ্রদ্ধা করি।’
শীঘ্রই আলিয়া ভাটের বিপরীতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবেল রণবীরকে। ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। রোহিত শেট্টির ‘সার্কস’-এ দেখা যাবে রণবীরকে। বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পূজা হেগড়ে। চলতি বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।
For all the latest entertainment News Click Here