৮০ এর দশকে শিবপুরের গুন্ডারাজের গল্প এবার পর্দায়, পরমব্রত আসছেন পুলিশ হয়ে
ফের পুলিশের ভূমিকায় ধরা দিতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের নতুন কাজের খবর জানালেন অফিসিয়াল পোস্টার শেয়ার করে। আসছে শিবপুর।
শিবপুর ছবিটি একটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি। এখানে উঠে আসবে ৮০ এর দশকের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা।
রবিবার পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবির অফিসিয়াল পোস্টার পোস্ট করে জানান, ২০২৩ এর গরমে আসছে শিবপুর। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ছবির অফিসিয়াল পোস্টার পোস্ট করেন। সেখানে লেখেন, ‘শিবপুরের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। এই গ্রীষ্মেই মুক্তি পাচ্ছে ছবিটি।’
পরমব্রত চট্টোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে তাঁকে পুলিশের পোশাকে দেখা যাচ্ছে। সঙ্গে কালো রোদচশমা। অন্যদিকে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর পরনে সাদা শাড়ি। তিনি হাত জড়ো করে রয়েছেন। তাঁদের দুজনের ঠিক নিচে দেখা যাচ্ছে একটি পুলিশের জিপ দাঁড়ানো আর তার আশেপাশের বাড়ি, ঘর, টায়ার সব জ্বলছে দাউ দাউ করে। শিবপুর লেখাটার মধ্যে দেখা যাচ্ছে রক্তের দাগ। ফলে এখানে যে অ্যাকশন, রক্তপাত, ইত্যাদি দেখা যাবে সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে।
এই ছবিটির পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। পরমব্রত এবং স্বস্তিকা ছাড়াও এখানে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, মমতা শঙ্কর, প্রমুখকে। সন্দীপ সরকার এবং অজন্তা সিনহা রায় এই ছবির নিবেদনা করেছেন। প্রযোজনা করেছে ইন্দো আমেরিকানা প্রোডাকশন। ছবিটি মুক্তি পেতে চলেছে গরমে ছুটিতে। ৫ মে আসছে এটি।
অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘বড়দের মুখে যা শুনে এসেছি এবার সেটা দেখব।’ আরেক ব্যক্তি লেখেন, ‘অরিন্দম ভট্টাচার্যের ছবি মানেই আলাদা কিছু হতে চলেছে।’
For all the latest entertainment News Click Here