৭ মিনিটের চরিত্র থেকে সেরা মহিলাকেন্দ্রিক সিনেমার মুখ্য চরিত্রে কাজ, অকপট তাপসী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বরাবরই ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি ‘লুপ লপেটা’। ১৯৯৮ সালের জার্মান সিনেমা ‘রান লোলা রান’এর ভারতীয় অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি। চলতি সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে।
নিজের বেশিরভাগ প্রোজেক্টে মুখ্য চরিত্রে অফার পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাপসী। কেরিয়ারের শুরু থেকে নানরকম চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। কখনও সিরিয়াস তো কখনও কমেডি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে খুশি। তাপসি বলেছিলেন, এমন অনেক ক্ষেত্রে হয়েছে, স্ক্রিপ্টগুলি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যা বিশেষত তাকে মাথায় রেখে লেখা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, ‘কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি, সত্যিই খুব আনন্দের বিষয়। আমি নির্দ্বিধায় বলতে পারি, মহিলাকেন্দ্রিক সিনেমার মুখ্য চরিত্র হিসেবে, ইন্ডাস্ট্রির সেরা কিছু স্ক্রিপ্ট আমার কাছে এসেছে। লোকেরা আমার কাছে আসে এবং আমাকে বলে ‘এটি আপনার জন্য লেখা’, এটা নিয়ে আমার কোনও অভিযোগ নেই’।
অভিনেত্রী আরও বলেন, ‘বিষয়টা এমন নয় আমি মনযোগের কেন্দ্রবিন্দু হয়ে চেয়েছি। কিন্তু তেমনটাই ঘটেছে। হয়তো আমরা এটাকে স্নোবল এফেক্ট বলতে পারি। আমি যে ধরনের সিনেমায় অভিনয় করেছি, সেই ধরনের সিনেমায় অভিনয় করতে পেরে নিজেও খুশি। আজ আমি যেখানে রয়েছি, সেই নিয়েও খুশি’।
একই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সাত মিনিটের চরিত্র থেকে অভিনয় জীবনে কেরিয়ার শুরু করেছিলেন। সত্যিই এইটা তাঁর কাছে চমকের মতো।
উল্লেখ করেছিলেন, সেটি ছিল ‘বেবি’ সিনেমার রোল। অক্ষয় কুমার অভিনীত ‘বেবি’-তে একটি ক্যামিওতে অভিনয় করার পরে তাপসী লাইমলাইটে এসেছিলেন। তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং পরে, নীরজ পান্ডের ‘নাম শাবানা’ নামক একটি ছবিতে অভিনয় করেছেন তাপসী। এরপরই আর ফিরে তাকাতে হয়নি নায়িকাকে।
For all the latest entertainment News Click Here