৭২-এ পা দিলেন রজনীকান্ত, ‘থালাইভা’কে জন্মদিনের শুভেচ্ছা কমল হাসান, ধনুশদের
৭২ বছরে পা দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আজ অভিনেতার জন্মদিন। নেটমাধ্যমে সকাল থেকে শুভেচ্ছায় ভাসছেন এই দক্ষিণী সুপারস্টার। কমল হাসান, ধনুশ এবং দুলকির সলমনের মতো তারাকারা ‘থালাইভা’কে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন।
তামিল ভাষায় টুইট করে রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কমল হাসান। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুপারস্টার রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা। সাফল্যের যাত্রা অব্যাহত রাখার জন্য আপনাকে শুভেচ্ছা।’
অভিনেতা দুলকির সলমন একটি ভক্ত-নির্মিত পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন সুপারস্টার রজনীকান্ত স্যার! আপনি সর্বসেরা এবং চিরকাল আমাদের অনুপ্রাণিত করুন।’ ধনুশ টুইট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন থালাইভা।’
আরও পড়ুন: ছিপছিপে চেহারা, দৃশ্যমান মিডরিফ, জিম সেলফি শেয়ার করলেন দিশা, করিনা সহ ৭ নায়িকা
অনিরুধ রবিচন্দর, কেএস রবিকুমার, রাঘব লরেন্স, নেলসন দিলীপকুমার এবং আরও অনেক তারকা রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আসন্ন ছবি ‘জেলার’ মুক্তির অপেক্ষায় রয়েছেন রজনীকান্ত। মুথুভেল পান্ডিয়ান নামে একটি চরিত্রে ছবিতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার।
পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত রজনীকান্ত। জায়গা করে নিয়েছিলেন ২০১০-এর ‘ফোর্বস ইন্ডিয়া মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল’-এর তালিকায়। তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যাঁকে নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে একটি অধ্যায় রয়েছে, নাম ‘ফ্রম বাস কনডাক্টার টু সুপারস্টার’। পাঁচ দশকের বেশি কর্মজীবনে ১৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
For all the latest entertainment News Click Here