৬, ৬, ৬, ৬, ৪, ৬ – এক ওভারে ৩৪ রান রিয়ানের! T20-তে ৩৫ বলে করলেন ৯৬- ভিডিয়ো
এক ওভারে পাঁচটি ছক্কা ও একটি চার – গুয়াহাটি প্রিমিয়র লিগে ঝড় তুললেন রিয়ান পরাগ। যিনি শেষপর্যন্ত ৩৫ বলে ৯৬ রান করেন। হাঁকান ১২ টি ছক্কা। মারেন তিনটি চার। স্ট্রাইক রেট ছিল ২৭৪.২৯। সেই ইনিংসের সুবাদে ৯১ ইয়ার্ড ক্লাবকে ৭৮ রানে ধ্বংস করে দেয় রিয়ানের ক্লাব বাড সিসি।
বৃহস্পতিবার গুয়াহাটির জাজেস ফিল্ডে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাড সিসি। হরদীপ সিং এবং স্বরূপম পুরকায়স্থ দুর্দান্ত শুরু করেন। ৯.৩ ওভারে প্রথম বাডের প্রথম উইকেট পড়ে, তখন বাডের স্কোর ছিল ৯৪ রান। ৩১ বলে ৫৭ রান করেন হরদীপ। তারপরই ভরা বসন্তে গুয়াহাটির মাঠে ঝড় তোলেন রিয়ান।
বাডের ইনিংসের ১৪ তম ওভারে রিয়ান ৩৪ রান তোলেন। রাজেন্দ্র সিংয়ের ওভারের প্রথম বলে ছক্কা মারেন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলেও একই পরিণতি হয়। অনেকেই তখন যুবরাজ সিংয়ের মতো একই ওভারে ছয় ছক্কার আশায় বুক বাঁধছিলেন। তবে সেটা হয়নি। পঞ্চম বলে চার মারেন রিয়ান। ষষ্ঠ বলে অবশ্য ফের ছক্কা মারেন। সেই ওভারের সুবাদে রিয়ানের ইনিংসে গতি আসে। ১৪ তম ওভার শুরুর আগে রিয়ান যেখানে ১১ বলে ১৫ রানে খেলছিলেন, সেটাই ওভারের শেষে দাঁড়ায় ১৭ বলে ৪৯ রান।
(রিয়ান পরাগের সেই ৩৪ রানের ওভারের ভিডিয়ো দেখুন এখানে – ক্লিক করুন এখানে)
সেই ওভারের পর আলাদাই ছন্দে খেলতে থাকেন রিয়ান। ৩৬ বলে ৪৩ রান করে স্বরূপম আউট হয়ে গেলেও রিয়ান নিজের ছন্দে খেলতে থাকেন। শেষপর্যন্ত ১৮.৪ ওভারে ৩৫ বলে ৯৬ রান কর আউট হয়ে যান। যে ঘটনায় হতাশ হবেন রিয়ান। কারণ হাতে যা বল ছিল, তাতে রিয়ান অনায়াসে ১২০-১৩০ রান করে ফেলতে পারতেন। সেইসঙ্গে রিয়ান আউট হওয়ার পর বাডের রানের গতিও কিছুটা থমকে যায়। রিয়ানের আউটের সময় বাডের স্কোর ছিল ২২০। শেষপর্যন্ত ২০ ওভারে বাডের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৩৩ রান।
আরও পড়ুন: Ranji Trophy: নিজে শতরান করেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দলের হার দেখলেন আগরওয়াল, একার হাতে অসমকে ম্যাচ জেতালেন রিয়ান পরাগ
সেই বিশাল রান তাড়া করতে নেমে কখনও ছন্দ পায়নি ৯১ ইয়ার্ড ক্লাব। রানের বোঝায় পরপর উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১৫৫ রানে অল-আউট হয়ে যায় ৯১ ইয়ার্ড ক্লাব। সর্বোচ্চ ২৪ বলে অপরাজিত ৩৯ রান করেন নয় নম্বর ব্যাটার ঋষভ ডেকা। বাডের হয়ে চার ওভারে ৪১ রান দিয়ে চার উইকেট নেন রোহিত সিং। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন নিপন ডেকা। রিয়ান বল করলেও কোনও উইকেট পাননি। চার ওভারে ৩৬ রান খরচ করেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here