৬ বলে ৬ ছক্কা, ৭ম বলে ৪, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নাইট রাইডার্সকে জেতালেন রাসেল
হার মানবে টি-২০ ক্রিকেটের উত্তেজনা। নতুন ফর্ম্যাটের টি-১০ টুর্নামেন্ট দ্য সিক্সটিতে যে রকম ব্যাটিং তাণ্ডব চোখে পড়ছে, তা ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করছে ভরপুর।
দ্য সিক্সটির নবম ম্যাচে আন্দ্রে রাসেল ও শেরফান রাদারফোর্ড যুযুধান দু’দলের হয়ে ধ্বংসাত্মক ব্যাটিং করেন। তবে শেষ হাসি হাসে দ্রে রাসের ত্রিনবাগো নাইট রাইডার্স।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সম্মুখসমরে নামে টিকেআর ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাইট রাইডার্স। তারা নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
আন্দ্রে রাসেল ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৭২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন। নিজের এমন বিধ্বংসী ইনিংসের মাঝে রাসেল একসময় পরপর ৬টি বলে ৬টি ছক্কা হাঁকান। সপ্তম বলে চার মারেন তিনি। অর্থাৎ ৭ বলে ৪০ রান সংগ্রহ করেন দ্রে রাস।
ইনিংসের সপ্তম ওভারের শেষ চারটি বলে (৬.৩, ৬.৪, ৬.৫, ৬.৬ ওভারে) ডমিনিক ড্রেকসকে পরপর চারটি ছয় মারেন রাসেল। যেহেতু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একই প্রান্ত দিয়ে টানা ৫ ওভার বল করা হয়, তাই সপ্তম ওভার শেষ হলেও প্রান্ত বদল হয়নি ক্যারিবিয়ান অল-রাউন্ডারের। অষ্টম ওভারের প্রথম দু’বলে (৭.১ ও ৭.২ ওভারে) জন-রাস জাগেসারকে আরও ২টি ছক্কা মারেন রাসেল। ৭.৩ ওভারে ১টি চার মারেন তিনি। এমন তাণ্ডব চালানোর পথে বলকে স্টেডিয়ামের বাইরেও পাঠিয়ে দেন নাইট তারকা।
আরও পড়ুন:- India Probable XI: হুডা নাকি কার্তিক? জায়গা হবে অশ্বিনের? দেখুন পাকিস্তান ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
এছাড়া টিম সেফার্ত ১৩ বলে ২২, টায়ন ওয়েবস্টার ১০ বলে ২২ ও সিক্কুগে প্রসন্ন ৫ বলে ১৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্যাট্রিয়টস ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানে আটকে যায়। জয়ের দোরগোড়ায় এসে থেমে যেতে হয় তাদের। হাই-স্কোরিং ম্যাচে ৩ রানের উত্তেজক জয় তুলে নেয় টিকেআর।
আরও পড়ুন:- Asia Cup 2022: এশিয়া কাপের শুরুতেই জোর বিতর্ক, ফের কাঠগড়ায় IPL-এ লোক হাসানো আম্পায়ার মদনগোপাল
রাদারফোর্ড ১৪ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৫০ রান করে আউট হন। আন্দ্রে ফ্লেচার ১৫ বলে ৩৩ রান করেন। ক্রিস গেইল ১৬ বলে ১৯ রানের ধীর ইনিংস খেলে অপরাজিত থাকেন। ডমিনিক ড্রেকস করেন ১০ বলে ৩৩ রান। অ্যান্ডারসন ফিলিপ ১৭ রানে ৩ উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন রাসেল। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের ২০ ওভারে ওঠে ৩০৭ রান।
For all the latest Sports News Click Here