৬ বছর পরে ফিরছে ফেড কাপ, আইলিগে নতুন পাঁচটা দল, ১৩৪ কোটির বাজেট- AIFF-এর ঘোষণা
শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলের উন্নতিতে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ। কল্যান চৌবের নেতৃত্বাধীন এআইএফএফের তরফে একগুচ্ছ নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সে কথা অফিসিয়ালি ঘোষণাও করা হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল ছয় বছর বাদে ফের ঘরোয়া ফুটবলে ফিরতে চলেছে ফেডারেশন কাপ। ভারতীয় ফুটবলের অন্যতম পুরনো এই টুর্নামেন্টকে বেশ বড় আকারেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। পাশাপাশি আইলিগেও নয়া পাঁচটি দলের সংযুক্তির কথা ঘোষণা করা হয়েছে।
এআইএফএফের কমিটি সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ মরশুম থেকে প্রিমিয়র টুর্নামেন্ট হিসেবেই আয়োজন করা হবে এই টুর্নামেন্টের। সোমবার বেঙ্গালুরুতে এআইএফএফের এক্সিকিউটিভ কমিটি মিটিং বসেছিল। সেখানে আই লিগে পাঁচটি নয়া দলকে সংযুক্তির কথা ঘোষণা করা হয়েছে। পাঁচটি সংস্থার তরফে বিড জমা করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীর ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড,পঞ্জাবের নামধারি সিডস প্রাইভেট লিমিটেড, কর্ণাটক বেঙ্গালুরুর নিমিডা ইউনাইটেড স্পোর্টস ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, দিল্লির কনকাটিনেট অ্যাডভেস্ট অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেড এবং হরিয়ানার বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড বিড করেছে পাঁচটি দলের জন্য।
এই মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে ফেডারেশন কাপের মতন প্রিমিয়ার টুর্নামেন্টকে ফিরিয়ে আনার। ফলে ছয় বছর বাদে ফের ফিরতে চলেছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এআইএফএফের নয়া ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে এম সত্যনারায়ণ। এআইএফএফের সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরন বলেন, ‘আই লিগে পাঁচটি নয়া দলকে সংযুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি সত্যনারায়ণকে শুভেচ্ছা জানাচ্ছি নয়া ডেপুটি সেক্রেটারি জেনারেল হওয়ার জন্য। এর ফলে এআইএফএফের শক্তি বৃদ্ধি হয়েছে। সেক্রেটারিয়েট সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে উন্নতি হবে।’
পাশাপাশি ২০২৩-২৪ মরশুমের জন্য এআইএফএফের তরফে ভারতীয় ফুটবলের জন্য ১৩৪ কোটি টাকার বিপুল অঙ্কের বাজেটের ঘোষণাও করা হয়েছে। নয়া পাঁচ দল আই লিগ খেলার সুযোগ পাওয়ার ফলে এবার আই লিগে দল সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে ১৬টি। উল্লেখ্য এআইএফএফের বাজেট এবার আগের থেকে অনেকটাই বেড়েছে। ২০২২-২৩ মরশুমে এই বাজেট ছিল ৮৭ কোটি টাকার। যা বেড়ে হল ১৩৪ কোটি। এর প্রধান কারণ বাড়তি আয়ের অনেকটাই এবার এআইএফএফের তরফে ভারতীয় ফুটবলের উন্নয়নে খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত এআইএফএফ তাদের কমার্শিয়াল পার্টনারদের তরফে ৫০ কোটি টাকা পায়। যা তাদের দিয়ে থাকে এফএসডিএল কতৃপক্ষ। এছাড়াও ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে তারা এবার ২৫ কোটি টাকা পাওয়ার আশা করছে। পাশাপাশি ফিফার তরফ থেকেও তারা যে বার্ষিক অনুদান পায় তা দিয়েই এই ১৩৪ কোটির বাজেটকে বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক এক এআইএফএফ কর্তার। এছাড়াও এক্সিকিউটিভ কমিটির তরফে প্রতিটি রাজ্যকে আলাদা করে ফুটবল উন্নয়নের জন্য ফান্ড হিসেবে ২৪ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৬-১২ বছর বয়সি স্কুল পড়ুয়া বাচ্চারা যারা ফুটবলটি খেলে এই তহবিল তাদের পিছনে খরচ করা হবে। অন্তর্বর্তীকালীন অডিটের জন্য ডেলয়েট নামক একটি সংস্থাকে ও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এবার থেকে এআইএফএফ চাইলে ফি ও নির্ধারণ করতে পারবে। এআইএফএফের কোর কমিটি এখন থেকে সবকটি নিয়োগ, প্রকিওরমেন্ট, টেন্ডার, বাজেট এবং অর্থনৈতিক বিষয়গুলোর উপর নজর রাখবে। এআইএফএফের সভাপতি কল্যান চৌবে জানিয়েছেন, ‘এক ঐতিহাসিক দিনে এই মিটিং আমরা আয়োজন করেছি। যেদিন ভারতীয় সিনিয়র পুরুষ দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মিটিং এবং এখানে হওয়া সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের উন্নতির পরিচায়ক।’
For all the latest Sports News Click Here