৬ দিনও টিকল না কনওয়ের রেকর্ড! অস্ট্রেলিয়ার মাঠে নজির গড়লেন প্রোটিয়া রসউ
শুভব্রত মুখার্জি: লুঙ্গি এনগিডি ২৬ অক্টোবরেই কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশ দলকে। সিডনিতে ২৭ অক্টোবর ২২ গজে এনগিডির সেই কথাকেই অক্ষরে অক্ষরে করে দেখালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সিডনিতে বৃহস্পতিবার ভারতীয় সময় সকালের দিকে ১০৪ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টাইগারদের পর্যুদস্ত করল প্রোটিয়া বাহিনী। আর এই ম্যাচেই এক অনন্য নজির গড়ে ফেললেন প্রোটিয়া ব্যাটার রিলি রসউ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০’তে সর্বাধিক রানের নজির গড়লেন তিনি।
প্রসঙ্গত কয়েকদিন আগেই চলতি বিশ্বকাপে এই নজির গড়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। সুপার-১২’তে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি করেছিলেন ৯২ রান। তার অপরাজিত সেই ইনিংসে ভর করে যে নজির তিনি গড়েছিলেন। তার আয়ু থাকল মাত্র কয়েকটা দিন। আজ সিডনিতে সেই রেকর্ড ভেঙে দিলেন রিলি রসউ। টাইগার বোলারদের নিয়ে একেবারে ছেলেখেলা করলেন তিনি। মাত্র ৫৬ বলে ১০৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলে এই নজির গড়ে ফেললেন রিলি রসউ। পাশাপাশি দলের হয়ে বড় ব্যবধানে জয়ের মঞ্চটাও তৈরি করে দিয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-২০তে সফরকারীয় দলের হয়ে সর্বাধিক রান করা ক্রিকেটারদের এই তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৯০ রান। কাকাতলীয়ভাবে এই তালিকায় থাকা প্রথম দুটি ইনিংস খেলা হয়েছে চলতি টি-২০ বিশ্বকাপেই। আবার দুটি ইনিংস খেলা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই। এদিন রিলি রসউ ১৯৪.৬৪ স্ট্রাইক রেটে আক্রমণাত্মক ব্যাটিং করেন। তার ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ৮টি ছয়ে। শাকিব আল হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করে ফেলেন ১০৯ রান। তাকে যোগ্য সঙ্গত দিয়ে কুইন্টন ডি’কক করেন ৬৩ রান। দক্ষিণ আফ্রিকার করা ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০১ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। লিটন দাস সর্বোচ্চ ৩৪ রান করেন। এনরিক নরখিয়া ১০ রান দিয়ে নেন চারটি উইকেট।
For all the latest Sports News Click Here