৬৭ বছর বয়সেও দারুণ ফিট অনুপম খের, জন্মদিনে ফিটনেস রহস্য ফাঁস অভিনেতার
বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। আজ ৬৭ বছরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে অনুপম খের একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিগত কয়েক বছর শরীরচর্চার পর নিজের শরীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন।
নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘নিজেকে শুভ জন্মদিন। আজ আমি ৬৭তম বছর শুরু করতে যাচ্ছি। নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে খুব উত্তেজিত এবং অনুপ্রাণিত। ছবিগুলো বিগত কয়েক বছর ধরে চলছে। ৩৭ বছর আগে পর্দায় এক তরুণ অভিনেতার সঙ্গে দেখা হয়েছিল আপনাদের। ক্যারিয়ার জুড়ে নিজেকে অভিনেতা হিসেবে মেলে ধরতে চেয়েছি। সবসময় একটি স্বপ্ন দেখতাম যা আমি বাস্তবে পরিণত করতে চাই। শরীরচর্চাকে গুরুত্বসহকারে নিতে চেয়েছিলাম। কাজের পাশাপাশি নিজের ফিটনেের উপরও ধ্যান দিয়েছি আমি। এই যাত্রাটি আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই। শীঘ্রই আরও পরিবর্তন আশা করছি। আমার জন্য শুভ কামনা করুন। এইটা ২০২২। জয় হো!’
হিমাচল প্রদেশের বাসিন্দা অনুপম খের। চোখে একগুচ্ছ স্বপ্ন নিয়ে কেরিয়ারের শুরুতে সিমলা থেকে মুম্বই এসেছিলেন। মাত্র ৩৭ টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিলেন, মুম্বইতে নিজের জন্য একটি নাম তৈরি করবেনই। প্রথম কয়েক মাস তাঁর জন্য খুব কঠিন ছিল। এক মাস তাঁকে রেল স্টেশনে ঘুমোতে হয়েছে। খাবার খাওয়ার মতো হাতে টাকা পয়সা ছিল না। বহুবার প্রত্যাখানের সম্মুখীন হয়েছিলেন।
For all the latest entertainment News Click Here