৬,৬,৬,৬,৬,৪: একটুর জন্য যুবরাজদের রেকর্ড ছোঁয়া হল না স্টার্লিংয়ের, ভিডিয়ো
শেষের পথে আইপিএল ২০২২। তবে টি-২০-র উত্তেজনা এখনই শেষ হচ্ছে না। বরং ভাইটালিটি ব্লাস্টে সবে মাত্র শুরু মারকাটির ক্রিকেট। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগে রীতিমতো ব্যাট-বলের আগুনে লড়াই দেখা যাচ্ছে। বিশেষ করে প্রথম ম্যাচেই ঝোড়ো শতরান করে পল স্টার্লিং ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করলেন বিস্তর।
এজবাস্টনে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে মাঠে নামে বার্মিংহ্যাম বেয়ারস। বার্মিংহ্যামের হয়ে ওপেন করতে নেমে ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১১৯ রানের আতশীয় ইনিংস খেলেন স্টার্লিং। উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচে জেসম সিলসের এক ওভারে ৫টি ছক্কা ও ১টি চার মারেন আইরিশ তারকা।
আরও পড়ুন:- IPL 2022: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে নিয়ম ভেঙে তিরস্কৃত হলেন দীনেশ কার্তিক, বড় শাস্তি এড়ালেন RCB তারকা
প্রথম ৫টি বলে ছক্কা মারার পরে ছয় বলে ছয় ছক্কার নজির গড়ার হাতছানি ছিল স্টার্লিংয়ের সামনে। তবে শেষ বলে ৪ রান আসে। অল্পের জন্য যুবরাজ সিং, কায়রন পোলার্ডদের সঙ্গে এক ওভারে ছয় ছক্কার অভিজাত ক্লাবে ঢুকে পড়া হয়নি স্টার্লিংয়ের।
টস জিতে বার্মিংহ্যাম শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। মাত্র ২৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্টার্লিং। ১৩তম ওভারে তিনি সংগ্রহ করেন ৩৪ রান। ৪৬ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান পল। এছাড়া স্যাম হেইন ৬৬ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- IPL 2022: এত মাঠে খেলা হয়েছে, তবে ইডেনই সবার সেরা, কারণ জানালেন BCCI সভাপতি সৌরভ
জবাবে ব্যাট করতে নেমে নর্দাম্পটনশায়ার ১৪.২ ওভারে মাত্র ৮১ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, স্টার্লিং একা যত রান করেন, নর্দাম্পটনের গোটা দল তার ধারে-কাছে পৌঁছতে পারেনি। ক্রিস লিন ১৬ রান করেন। ড্যানি ব্রিগস ও জ্যাক লিনটট ৩টি করে উইকেট নেন।
For all the latest Sports News Click Here