৫ ম্যাচে তৃতীয় শতরান উইলিয়ামসের, জিম্বাবোয়ের হয়ে দ্রুততম ৪০০০ সিকন্দর রাজার
চলতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে স্বপ্নের দৌড় জারি শন উইলিয়ামস ও সিকন্দর রাজার। উইলিয়ামস গ্রুপ লিগের ৪টি ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এবার ওমানের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে ফের শতরান করলেন তিনি। সুতরাং, টুর্নামেন্টের পাঁচ ম্যাচে এই নিয়ে তিন নম্বর সেঞ্চুরি হাঁকালেন শন উইলিয়ামস।
অন্যদিকে, সিকন্দর রাজা জিম্বাবোয়ের ওয়ান ডে ইতিহাসে সর্বকালীন এক রেকর্ড গড়েন এই ম্যাচেই। ওমানের বিরুদ্ধে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন সিকন্দর। যদিও তাতে ৪০০০ রানের মাইলস্টোন টপকাতে বিশেষ অসুবিধা হয়নি রাজার। উল্লেখযোগ্য বিষয় হল, সিকন্দর রাজা জিম্বাবোয়ের হয়ে সব থেকে কম ইনিংসে চার হাজার ওয়ান ডে রান পূর্ণ করেন।
বুলাওয়েতে ওমানের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। দলগত ৪৬ রানের মাথায় ওপেনার তথা ক্যাপ্টেন ক্রেগ আরভাইন আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন শন উইলিয়ামস। ওয়েসলি মাধেভেরেকে নিয়ে প্রথমে জিম্বাবোয়েকে ১০০ রানের গণ্ডি পার করান তিনি। পরে সিকন্দর রাজার সঙ্গে জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করান শন।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: রিঙ্কু সিং পারেননি, দলীপে মাত্র ৭৫ বলে ধ্বংসাত্মক সেঞ্চুরি করলেন KKR-এর এক বোলার
৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন উইলিয়ামস। তিনি শতরানের গণ্ডি টপকান ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে। এর আগে নেপালের বিরুদ্ধে ৭০ বলে এবং আমেরিকার বিরুদ্ধে ৬৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন উইলিয়ামস। ওমানের বিরুদ্ধে এই ম্যাচে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৩ বলে ১৪২ রান করে আউট হন শন।
চলতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে শন উইলিয়ামসের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. বনাম নেপাল- ৭০ বলে ১০২ রান
২. বনাম নেদারল্যান্ডস- ৫৮ বলে ৯১ রান
৩. বনাম ওয়েস্ট ইন্ডিজ- ২৬ বলে ২৩ রান
৪. বনাম আমেরিকা- ১০১ বলে ১৭৪ রান
৫. বনাম ওমান- ১০৩ বলে ১৪২ রান
আরও পড়ুন:- ৫ উইকেট নিয়ে একাই ভাঙেন মধ্যাঞ্চলকে, ব্যাট হাতে লজ্জা ঢাকেন পূর্বাঞ্চলের, দলীপে নজর কাড়া মুরাসিংকে চিনে নিন
সিকন্দর রাজার মাইলস্টোন:-
সিকন্দর রাজা ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৪২ রান করে আউট হন। সেই সুবাদে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করেন। ১৩৪টি ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৪০২৪ রান। সিকন্দর জিম্বাবোয়ের ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে কম ইনিংসে এই মাইলস্টোন টপকান। তিনি ভেঙে দেন গ্র্যান্ট ফ্লাওয়ারের সর্বকালীন রেকর্ড। ফ্লাওয়ার ১২৮টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।
সব থেকে কম ইনিংসে ৪০০০ ওয়ান ডে রান করা জিম্বাবোয়ের ব্যাটসম্যানরা:-
১. সিকন্দর রাজা- ১২৭টি ইনিংসে
২. গ্র্যান্ট ফ্লাওয়ার- ১২৮টি ইনিংসে
৩. ব্রেন্ডন টেলর- ১২৯টি ইনিংসে
৪. অ্যান্ডি ফ্লাওয়ার- ১৩৩টি ইনিংসে
৫. শন উইলিয়ামস- ১৩৫টি ইনিংসে
For all the latest Sports News Click Here