৫ বছর পর কেকেআরে ফিরলেন প্রাক্তন ‘নাইট’, আফগান অলরাউন্ডার নবিকেও নিল কেকেআর
শুভব্রত মুখার্জি: নিলামের প্রথম দিনটা খুব একটা ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্স দলের। বেশ কয়েকটি ক্রিকেটারকে তারা অতিরিক্ত টাকা খরচ করেই দলে ভিড়িয়েছিল বলে বিশেষজ্ঞদের মতামত। তবে দ্বিতীয় দিনটা তাদের মোটের উপর ভাল গেল বলা চলে। দ্বিতীয় দিন নিলামের একেবারে শেষের দিকে এসে দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে নিল কেকেআর ম্যানেজমেন্ট। ৫ বছর পরে দলে ফিরলেন প্রাক্তন নাইট উমেশ যাদব। দলে নেওয়া হল সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে নিয়মিত ভাল পারফরম্যান্স করা প্রাক্তন আফগান অধিনায়ক তথা অলরাউন্ডার মহম্মদ নবিকেও।
প্রসঙ্গত নবি এই মুহূর্তে পিএসএলে খেলতে ব্যস্ত। যদিও তার দল করাচি কিংস চলতি পিএসএলে তাদের খেলা ৬টি ম্যাচেই হারের মুখ দেখেছে। এদিন নিলামের মধ্যে দিয়ে কেকেআর একটি ফ্রাঞ্চাইজির সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের কোটা পূরণ করতে সমর্থ হয়। উমেশ যাদব, মহম্মদ নবির আগেই তারা এদিন দলে নিয়েছিল অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসয়ের মতো ক্রিকেটারদের।
এদিন মহম্মদ নবিকে ১ কোটি টাকা খরচ করেই দলের অন্তর্ভুক্ত করে কেকেআর ম্যানেজমেন্ট। অপরদিকে অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদবকে দলে নিতে তাদের খরচ করতে হয়েছে ২ কোটি টাকা। উল্লেখ্য উমেশ এবং নবি এই দুই ক্রিকেটারের বেস প্রাইস অর্থাৎ ভিত্তিমূল্য ছিল যথাক্রমে ২ এবং ১ কোটি। সেই টাকাতেই তাদের দলে নেয় কেকেআর। পরবর্তীতে অ্যানকাপড ক্রিকেটার আমন খানকেও তার বেস প্রাইসে দলে নিতে সক্ষম হয় কেকেআর। এর আগে কিউয়ি তারকা পেসার টিম সাউদিকেও ১.৫ কোটি তার বেস প্রাইসেই দলে নিয়েছিল কেকেআর।
For all the latest Sports News Click Here