৫ দিনে ৫০ কোটি! বিতর্ক বাড়ার সঙ্গে টেক্কা দিয়ে বাড়ছে ‘দ্য কেরালা স্টোরি’র আয়ও
কথাতেই আছে ‘নেগেটিভ পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি’। ঠিক তেমনটাই হয়েছে দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে। ৫ মে পেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা। ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। ছবি মুক্তির আগে যা পৌঁছয় আদালতেও। আর তাই শুরু থেকেই হলমুখী দর্শক। যেভাবে আয় করছে এই ছবিখানা, তাতে লজ্জা পেতে পারেন সলমন-আমিররাও তাঁদের শেষ ছবির কথা ভেবে।
বাঙালি পরিচালক সুদীপ্তা সেন পরিচালিত এই ছবিখানা এর মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝামেলা চলছে তামিলনাড়ু আর কেরালাতেও। তাতে অবশ্য ব্যবসায় সেরকম ছাপ দেখা যাচ্ছে না। বুধবার ছবির ৫ দিনের আয় (The Kerala Story Box Office Collection) সামনে আনলেন বিখ্যাত ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ।
তরণ টুইটারে লিখলেন, ‘দ্য কেরালা স্টোরি ব্লকবাস্টার হওয়ার দৌঁড় চালিয়ে যাচ্ছে। ছবি হাফ সেঞ্চুরি করল। পঞ্চম দিনের আয় চতুর্থ দিনের থেকে বেশি। শুক্রবার ৮.০৩ কোটি, শনি ১১.২২ কোটি, রবি ১৬.০১ কোটি, সোম ১০.০৭ কোটি, মঙ্গল ১১.১৪ কোটি। মোট: ৫৬.৮৬ কোটি। #ভারত বিজ। #বক্স অফিস।’ আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা ঠিক হয়নি, মমতার পাশে নেই বিজেপি-বিরোধী অনুরাগ
দ্য কেরালা স্টোরি (The Kerala Story)-র গল্প একজন নিরীহ হিন্দু মহিলার চারপাশে আবর্তিত। যিনি ইসলামিক বন্ধুর ব্রেন ওয়াশ হওয়ার পর ধর্মান্তরিত হন, সঙ্গে আরও ৩জন। পরে তাঁদের আইএসআইএস সন্ত্রাসী সংগঠনে পাঠানো হয়।
দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে আদা শর্মা জানালেন, ‘আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি। এটাই। আমি ধন্য তার জন্য। এই ছবি অনেক মেয়েকে সচেতন, সতর্ক করবে, তাঁদের জীবন বাঁচাবে।’ তিনি আরও যোগ করেন, ‘শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্র করতে গিয়ে আমি শারীরিক এবং মানসিক দুই ভাবে ভীষণই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। এর ক্ষত সোজাসুজি আমার আত্মায় হয়েছে। আজীবনেও সেই ক্ষত সারবে না।’
প্রসঙ্গত, প্রায় তিন দশক আগে শেখর কাপুরের ব্যান্ডিট কুইন সিনেমাটির সঙ্গে একই রকম কিছু ঘটেছিল। যেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছি এবং প্রতিবাদ উঠেছিল। আর সেসব উপেক্ষা করেই ছবি ব্লকবাস্টার হয়। আশা করা যাচ্ছে দ্য কেরালা স্টোরির বক্স অফিস রিপোর্টও কিছু চমকপ্রদই হবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here