৫ ছক্কার পুরস্কার, ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলে ঢুকতে পারেন রিঙ্কু সিং- রিপোর্ট
টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের ব্যর্থতার পরে দীর্ঘতম ফর্ম্যাটের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারেন ভারতীয় নির্বাচকরা। বিশ্বকাপের আগে আপাতত ওয়ান ডে স্কোয়াড নিয়ে বিশেষ ভাঙাচোরা করা হবে না, এটা কার্যত নিশ্চিত। তবে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০ ওভারের ক্রিকেটে বেশ কিছু তরুণ ক্রিকেটারকে যাচাই করতে পারে ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে আপাতত একমাস বিশ্রামে থাকছেন ভারতীয় ক্রিকেটাররা। অবশ্য তার মধ্যেই রোহিতদের উড়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। ওয়ান ডে বাদ দিয়ে বাকি দু’টি সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন জাতীয় নির্বাচকরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল গড়ে নিতে বসার সময় ভারতীয় নির্বাচকদের মাথায় থাকতে পারে সম্ভাব্য যে বিষয়গুলি-
১. টেস্টে উমেশ যাদব ও চেতেশ্বর পূজারার জায়গা ধরে রাখা।
২. টেস্টে যশস্বী জসওয়াল ও মুকেশ কুমারকে জায়গা করে দেওয়া।
৩. যশস্বী, রুতুরাজ, রিঙ্কু, জিতেশদের টি-২০ দলে জায়গা করে দেওয়া।
৪. হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ টি-২০ দল বেছে নেওয়া, যেখানে আইপিএলে ভালো পারকফর্ম্যান্স করা ক্রিকেটাররা সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন:- শত্রু শিবিরের কাণ্ডারীর মতো পরিণত অল-রাউন্ডার হতে চান বেঙ্কটেশ, KKR তারকা কাকে আদর্শ করছেন?
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে যশস্বীকে জায়গা করে দিতে পারেন নির্বাচকরা। টি-২০ দলে জায়গা পেতে পারেন আইপিএলে ঝড় তোলা রিঙ্কু সিং। সেই সঙ্গে ২০ ওভারের ক্রিকেটে দেখা যেতে পারে রুতুরাজ, জিতেশ, যশস্বীকেও।
উল্লেখ্য, আইপিএলের চোখ ধাঁধানো পারফর্ম্যান্সের পরেই জাতীয় দলের রিজার্ভ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে উড়ে যান যশস্বী জসওয়াল। যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মূল স্কোয়াডে জায়গা পেতে পারেন জসওয়াল।
আরও পড়ুন:- County Championship: বেন ফোকসকে ফিরিয়ে কাউন্টিতে উইকেট নেওয়া শুরু আর্শদীপের- ভিডিয়ো
আইপিএলে ফিনিশার হিসেবে নিজেকে তুলে ধরা রিঙ্কু সিংকে অবিলম্বে ভারতের টি-২০ স্কোয়াডে দেখতে চাইছিলেন বিশেষজ্ঞরা। রিঙ্কুর প্রতীক্ষার অবসান ঘটতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরেই।
টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি:-
১২-১৬ জুলাই: প্রথম টেস্ট
২০-২৪ জুলাই: দ্বিতীয় টেস্ট
২৭ জুলাই: প্রথম ওয়ান ডে
২৯ জুলাই: দ্বিতীয় ওয়ান ডে
১ অগস্ট: তৃতীয় ওয়ান ডে
৪ অগস্ট: প্রথম টি-২০
৬ অগস্ট: দ্বিতীয় টি-২০
৮ অগস্ট: তৃতীয় টি-২০
১২ অগস্ট: চতুর্থ টি-২০
১৩ অগস্ট: পঞ্চম টি-২০
For all the latest Sports News Click Here