৫৬টি ডট বল খেললে তো দল হারবেই-গুজরাট ম্যাচ হেরে ব্যাটারদের দুষলেন ধাওয়ান
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল -এ এখন পর্যন্ত সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংসের। পরপর দুটি ম্যাচে তাদের ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হতে হল। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতার খেসারত দিতে হল পঞ্জাবকে। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এ দিনের ম্যাচে ১ বল বাকি থাকতে গুজরাট টাইটানসের কাছে হারতে হল পঞ্জাবকে। ছয় উইকেটের বিরাট ব্যবধানে জয় পেল গুজরাট। ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন শিখর ধাওয়ান। কিছুটা হতাশার সুরেই তাঁর দলের ব্যাটারদেরকে কার্যত একহাত নিলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য একটা ইনিংসে ৫৬টা ডট বল খেললে ম্যাচে হারতেই হয়।
ম্যাচ শেষে পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান জানিয়েছেন, ‘আমরা স্কোরবোর্ডে প্রয়োজনের তুলনায় রান অনেকটাই কম করেছি। আমি এই বিষয়ে আপনার (প্রশ্নকর্তার) সঙ্গে একমত। তবে সামনের দিকে এগোতে হলে আমাদেরকে এইসব জিনিস খুঁজে বের করে উন্নতি ঘটাতে হবে। আমরা যদি ম্যাচটার দিকে (বনাম গুজরাটা) তাকাই তাহলে বুঝতে পারব একটা টিম ৫৬টা ডট বল খেলার পরে স্বাভাবিকভাবেই তাঁকে ম্যাচ হারতে হবে। ম্যাচে ইনিংসের শুরুতেই উইকেট হারালে সেই ধাক্কাটা একটা দলকে ব্যাটফুটে ঠেলে দেয়। উন্নতির লক্ষ্যে আমাদেরকে এই বিষয়টায় কাজ করতে হবে।’
দলের বোলারদের প্রসঙ্গে বলতে গিয়ে শিখর ধাওয়ান জানিয়েছেন, ‘আমি দলের প্রতিটি বোলারের জন্য গর্বিত। আমরা স্কোরবোর্ডে একেবারেই বড় রান করতে পারিনি। সেখান থেকে দাঁড়িয়ে ম্যাচ একেবারে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়াটা কৃতিত্বের।’ লিয়াম লিভিংস্টোনের ফিটনেস নিয়ে বলতে গিয়ে ধাওয়ান বলেন, ‘গতকাল লিয়াম লিভিংস্টোন আমাদের সঙ্গে অনুশীলন করেন। ওঁর পেশিতে টান ধরেছে। আরও ২-৩ দিন লাগবে সম্পূর্ণ ফিট হতে। তারপর আশা করছি ফিট হয়ে ২২ গজে ফিরবে।’
এ দিন প্রথমে ব্যাট করে আট উইকেটের বিনিময়ে ১৫৩ রান করে পঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ম্যাথু শর্ট। এ ছাড়াও ভানুকা রাজাপক্ষ (২০), জীতেশ শর্মা (২৫), স্যাম কারান (২২) এবং শাহরুখ খান (২২*) বলার মতন রান পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে এবং এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে গুজরাট দল। তাদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শুভমন গিল। এ ছাড়া ঋদ্ধিমান সাহা ৩০ রান করেন। ডেভিড মিলার ১৭ এবং রাহুল তেওয়াটিয়া ৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here