৫৩ মিনিটে ৫ গোল, সঙ্গে মেন্ডোজার হ্যাটট্রিক, এফসি গোয়ার ঝড়ে উড়ে গেল চেন্নাইয়িন
বুধবার ৫৩ মিনিটের একটা ঝড় বয়ে গিয়েছিল তিলক ময়দানের উপর দিয়ে। আর সেই ঝড়েই একেবারে খড়কুটোর মতোই উড়ে যায় চেন্নাইয়িন এফসি। ডেরেক পেরেরার এফসি গোয়ার কাছে ০-৫-এ ম্যাচ হেরে একেবারে দিশেহারা হয়ে পড়ে চেন্নাইয়ের টিম। সঙ্গে অর্টিজ মেন্ডোজার হ্যাটট্রিক অনেকটা শেষ পাতে মিষ্টি মুখের মতোই সুস্বাদু ছিল।
এ দিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল গোয়া। ৬ মিনিটের মাথায় প্রথম গোলটি মারেন মাকান ছোতে। আর ২০ মিনিটে ব্য়বধান বাড়ান মেন্ডোজা। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ভিতর থেকে দুরন্ত শটে বল জালে জ়ড়ান তিনি। ০-২ পিছিয়ে পড়ে চেন্নাইয়িন আরও চাপে পড়ে যায়। এর দু’মিনিটের মধ্যে অর্টিজ মেন্ডোজা নিজের দ্বিতীয় গোলটি করার সুযোগ পেয়েছিল। বক্সের সামনে একটি দুরন্ত বাঁক খাওয়ানো শট নেন মেন্ডোজা। তবে সেটা একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এ দিকে গোয়া কিন্তু আক্রণের ঝাঁজ ক্রমশ বাড়িয়ে চলেছিল। ২৪ মিনিট নাগাদ এডু বেদিয়ার কর্নার থেকে হেড করেন এইবানভা। কিন্তু গোললাইন সেভ করেন চেন্নাইয়ের কিপার দেবজিৎ মজুমদার। ম্যাচের ৪১ মিনিট নিজের দ্বিতীয় গোলটি করেন অর্টিজ মেন্ডোজা। সৌজন্যে ৩-০ করে গোয়া। আর চতুর্থ গোলটি চেন্নাইয়িনের প্লেয়ার নারায়ণ দাসের আত্মঘাতী। প্রথমার্ধের ইনজুরি টাইমে নারায়ণ দাসের সৌজন্যে ৪-০ করে ফেলে গোয়া।
দ্বিতীয়ার্ধে শুরুতেই ফের সেই মেন্ডোজা জাদু। মাঝে এক-আধটা সুযোগ নষ্ট করলেও ৫৩ মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন স্প্যানিশ ফুটবলার। পেনাল্টি বক্সের ভিতর থেকে ডান পায়ের নীচু শটে বলটিকে জালে জড়ান মেন্ডোজা। তবে এর পর বড় কিছু করে উঠতে পারেনি চেন্নাই। এক-আধটা সুযোগ পেলেও তারা কাজে লাগাতে পারেনি তারা। মোদ্দা কথা, ৫৩ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করে দেয় গোয়া। ০-৫ পিছিয়ে পড়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। যদিও ম্যাচের ৮৪ মিনিট নাগাদ সেভিয়ার গামার জোরালো শট গোলে প্রবেশ করলেও ডিলান ফক্স অফসাইডে থাকার কারণে গোলটি বাতিল হয়ে যায়। স্বভাবতই ৫-০ জিতেই মাঠ ছাড়ে এফসি গোয়া।
For all the latest Sports News Click Here