৫০ বছরে আবারও বাবা হলেন অর্জুন রামপাল, দ্বিতীয় পুত্রের জন্ম দিলেন প্রেমিকা
অর্জুন রামপালের ঘর ফের ভরে উঠল নবজাতকের কান্নায়। তাঁর জীবনে এল নতুন মানুষ। আর সেই কথা অভিনেতা নিজেই ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়।
অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হল ২০ জুলাই, বৃহস্পতিবার। তাঁদের একটি ছেলে হয়েছে। আর এই খুশির খবর অভিনেতা তাঁর সকল ভক্তর সঙ্গে এদিন ভাগ করে নেন। টুইটারের পাতায় পোস্ট করেন তিনি একটি।
অর্জুন এদিন তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে এদিন একটি ফুটফুটে পুত্র সন্তান এল। মা আর ছেলে দুজনেই ঠিক আছে। মনটা ভালো লাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: মাত্র ৩৭ বছরেই জীবন হার মানল ক্যানসারের কাছে, চলে গেলেন এই বিখ্যাত কে-ড্রামা অভিনেতা
অর্জুন এবং গ্যাব্রিয়েলা বেশ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে আছে। বিগত কয়েক বছর ধরেই তাঁরা একে অন্যকে ডেট করছেন। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং তারপর প্রেমে। মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। আর বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের জীবনে তাঁদের প্রথম সন্তান অরিক রামপাল আসে। ৪ বছর পর তাঁদের জীবনে এল তাঁদের দ্বিতীয় সন্তান।
অর্জুনের যদিও আরও দুই সন্তান আছে। তাঁর প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়া এবং তাঁর দুই কন্যা আছে, মাহিকা রামপাল এবং মায়রা রামপাল। ২০১৯ সালে অর্জুন এবং তাঁর প্রাক্তন স্ত্রীর আইনত বিবাহবিচ্ছেদ হয়।
প্রসঙ্গত অর্জুনকে শেষবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘ধকড়’ ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু বক্স অফিসে সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল। এতটুকুও চলেনি ছবিটি। তবে আগামীতে তাঁকে আব্বাস মস্তানের ছবি ‘পেন্টহাউজ’ -এ দেখা যাবে। তাঁর সঙ্গে সেই ছবিতে ববি দেওলকেও দেখা যাবে। পাশাপাশি তাঁকে আগামীতে স্পোর্টস ড্রামা ঘরানার ছবি ‘ক্র্যাক’ -এও দেখা যাবে। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন বিদ্যুৎ জামওয়াল এবং জ্যাকলিন ফার্নান্দেজ।
For all the latest entertainment News Click Here