৫০০তম আন্তর্জাতিক ম্যাচেও একটা রানের জন্য বিরাটের তাগিদ দেখে অবাক ইয়ান বিশপ
শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এখনও পর্যন্ত দাপটের সঙ্গে ব্যাটিং করছেন তিনি। মাঝে বছর তিনেক একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই সময়ে ব্যাটে রান খরা চললেও সেই সময়টা তিনি কাটিয়ে উঠেছেন। বিরাট কোহলির একদিকে যেমন রয়েছে রানের জন্য চরম ক্ষিধে, তেমনি অন্যদিকে রয়েছে শরীরচর্চা অর্থাৎ ফিটনেসের উপর জোর দেওয়া। যা এই বয়সেও বিরাট তাঁর খেলার শীর্ষে রাখতে সাহায্য করেছে। চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে এই বয়সেও ক্রিজে পৌঁছাতে বিরাটের প্রাণপণ ঝাঁপ নজর কেড়েছে ইয়ান বিশপের। প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ভূয়সি প্রশংসা করেছেন বিরাটের। পাশাপাশি তরুণ ক্যারিবিয়ান ক্রিকেটারদেরকেও বিরাটকে দেখে শেখার উপদেশ দিয়েছেন।
কোহলির পরিশ্রম করার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন বিশপ। ধারাভাষ্য দেওয়ার সময়ে একটি রান নিতে গিয়ে ক্রিজে পৌঁছাতে বিরাটের দেওয়া ঝাঁপ দেখে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। ঘটনাটি দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ঘটনা। ইনিংসের ৭২তম ওভারে ঘটে ঘটনাটি। বিরাট কোহলি , রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ব্যাট করছিলেন। সেই সময়ে একটি দুই রান নেওয়ার সিদ্ধান্ত নেয় এই জুটি। প্রথমে দেখে মনে হয়েছিল সহজেই তারা দ্বিতীয় রানটি সম্পন্ন করে ফেলবে। তবে থার্ডম্যান অঞ্চল থেকে ফিল্ডার একটি বুলেট থ্রো করেন। নিজের উইকেট বাঁচাতে প্রাণপন ঝাঁপ দেন বিরাট। এই বয়সে বিরাটের দলের প্রতি এই নিষ্ঠা দেখে অভিভূত হয়ে যান বিশপ।
নিজের ক্যারিয়ারে প্রায় সবকিছু অর্জন করার পরে বিরাটের সাফল্যের প্রতি এই ক্ষিধে দেখে অনেক কিছু শেখার আছে বলে তাঁর মত। ধারাভাষ্যকারদের বক্সে বসেই বিশপকে বলতে শোনা যায়, ‘অসাধারণ! সত্যি সত্যি অসাধারণ (বিরাটের ডাইভ দিয়ে রান সম্পন্ন করা)! এই ধরনের নিষ্ঠা সবাই তার নিজের ব্যাটিং এবং ব্যাটসম্যানশিপের সঙ্গে যুক্ত থাকতে দেখতে চায়। এটাই টেস্ট ম্যাচের আসল মজা। ওয়ানডে ক্রিকেটে মাঝেমধ্যে তাগিদ বশত আমরা ক্রিকেটারদের এটা করতে দেখি। এখানে এমন একজনকে আমরা দেখছি যিনি ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। তারপরেও সে টেস্ট ম্যাচে একটা রানের কতটা গুরুত্ব তা বোঝেন। ডাইভ মেরেছে নিশ্চিত করেছে যাতে সে রানটা সম্পন্ন করতে পারে। এটা থেকেই বোঝা যায় এই ইনিংসে বড় রান করতে কতটা সে মুখিয়ে রয়েছে। আমি আশা করব ক্যারিবিয়ান ক্রিকেটের নবীন প্রতিভারা তা তিনি পুরুষ হোন বা মহিলা এটা দেখে কিছু শিখবেন, শেখার চেষ্টা করবেন। অসাধারণ একটা উদাহরণ। এইভাবে রান নিয়ে নিজের ইনিংসকে ধীরে ধীরে একটা বড় ইনিংসে পরিণত করা যায় তা বিরাট দেখিয়ে দিয়েছে।’
For all the latest Sports News Click Here