৫দিনের ছুটি কাটাচ্ছেন রোহিতরা,টেস্ট দলে সুযোগ এবং রান পেতে সূর্য ছুটেছেন মন্দিরে
বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকো। ইন্দোরে তিন নম্বর টেস্ট ম্যাচটি খেলবে ভারত-অস্ট্রেলিয়া। আর তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে পাঁচ দিনের ছুটি পেয়েছেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় টেস্টটিও রোহিত শর্মার টিম মাত্র আড়াই দিনেই ছয় উইকেটে জিতে নিয়েছে। এর পর ছুটিতে বাড়ি গিয়েছেন প্লেয়াররা। তাঁদের ২৫ ফেব্রুয়ারি ইন্দোরে রিপোর্ট করতে বলা হয়েছে। বেশির ভাগ খেলোয়াড়ই নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। তবে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনের জন্য তিরুপতিতে গিয়েছিলেন।
শীর্ষ স্থানীয় ভারতীয় খেলোয়াড়দের জন্য সামনেই ঠাঁসা ক্রীড়াসূচি। অস্ট্রেলিয়া সিরিজের শেষ দু’টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরে (১-৫ মার্চ) এবং আমেদাবাদে (৯-১৩ মার্চ)। এর পর মুম্বই, বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। নয় দিন পরেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
আরও পড়ুন: ২০২৩ কি ধোনির শেষ IPL? CSK-তে মাহির ১৫ বছর পূর্ণ করার শুভেচ্ছার সঙ্গে মিলল ইঙ্গিত
যদিও ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখেছে। তবে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা নিশ্চিত করতে হলে আরও একটি টেস্টে জিততে হবে। তাই ইন্দোর এবং আমেদাবাদের দু’টি খেলাই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন: বড় ধাক্কা CSK-র, পিঠের চোটের অস্ত্রোপচারের জন্য ৩-৪ মাসের জন্য বাইরে জেমিসন
দিল্লি টেস্টের পরেই বিসিসিআই তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল নির্বাচন করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল প্রথম দু’টি টেস্ট ম্যাচ খেলেছিল, ভারত সেই দলই ধরে রেখেছে। তবে চূড়ান্ত অফ-ফর্মে থাকা ওপেনার কেএল রাহুলকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে অবশ্য রোহিত শর্মার জন্য কোনও ডেপুটির নাম ঘোষণা করা হয়নি। রোহিতকে শেষ দু’টি টেস্ট ম্যাচের জন্য সহ-অধিনায়ক বাছাই করার সুযোগ দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট দল রবিবার প্রধানমন্ত্রী সংগ্রহালয় পরিদর্শন করেছে, যেটা ভারতের প্রধানমন্ত্রীদের জন্য নিবেদিত একটি জাদুঘর। প্রসঙ্গত দিল্লি টেস্টের আগে টিম ইন্ডিয়া নাগপুরেও প্রথম টেস্টটি এক ইনিংস এবং ১৩২ রানে জিতেছিল। স্বভাববতই চার ম্যাচের সিরিজে ভারত ২-০ এগিয়ে গিয়েছে।
For all the latest Sports News Click Here