৫টি দলকে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে রাখলেন সৌরভ, কাদের উপর বাজি ধরলেন মহারাজ?
চরটি নয়, বরং ৫টি দলকে আসন্ন আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার নিজের জন্মদিনে বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেন সৌরভ। সেই সঙ্গে এও আশা প্রকাশ করেন যে, যেন ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ দেখা যায়।
RevSportz-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘কারা সেমিফাইনালে উঠবে, এটা বলা বেশ কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত। এমন বড় মঞ্চে নিউজিল্যান্ডকেও উড়িয়ে দেওয়া যাবে না। আমি পাঁচটি দলকে সেমিফাইনালের দৌড়ে রাখব। পাকিস্তানকেও জুড়ে দেব এই চার দলের সঙ্গে।’
পরক্ষণেই সৌরভ বলেন, ‘পাকিস্তান সেমিফাইনালে উঠলে ভালো। তাতে ইডেন গার্ডেন্সে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ দেখা যেতে পারে।’
উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ খেলা হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: সময় নষ্ট করে দলীপের ফাইনালে উঠতে চেয়েছিল উত্তরাঞ্চল, সোশ্যাল মিডিয়ায় নিন্দা, ভুল দেখছেন না বিহারী
ভারত সেমিফাইনালে উঠলে তারা শেষ চারের লড়াইয়ে নামবে ওয়াংখেড়েতে। কেবলমাত্র সেমিফাইনালে ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে রোহিতদের সেই ম্যাচ খেলতে হবে কলকাতায়। কেননা পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ইডেনেই খেলবে সেই ম্যাচ। পাকিস্তান দল মুম্বইয়ে টুর্নামেন্টের কোনও ম্যাচ খেলবে না।
ভারতীয় দল বারবার বড় টুর্নামেন্টের নক-আউটে কেন আটকে যায়, সেই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে আমরা কখনও কখনও ভালো ক্রিকেট খেলতে পারিনি। এটা মানসিক চাপ বলে আমি মনে করি না। আসলে প্রয়োগ কৌশলেই খামতি থেকে যায়। ওরা (ভারতীয় ক্রিকেটাররা) মানসিকভাবে অত্যন্ত শক্তপোক্ত। আশা করি তাড়াতাড়িই ওরা সেই সীমা পার করবে।’
আরও পড়ুন:- Women’s Ashes: টানা ৩৬টি সিরিজে অপরাজিত থাকার দৌড় থামল অস্ট্রেলিয়ার, T20-তে জিতে মেয়েদের অ্যাশেজে ভেসে রইল ইংল্যান্ড
সৌরভ আরও বলেন, ‘আমরা অন্ততপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পেরেছি। এটা কম কৃতিত্ব নয়। আমাদের এবার সুযোগ রয়েছে। আমাদের দলে দারুণ সব ক্রিকেটার রয়েছে। আশা করি এবার আমরা করে দেখাতে পারব।’
শেষবার ভারত যখন ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করে, চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। এবারও ভারত আয়োজক দেশ বলে কোচ-ক্যাপ্টেনের উপর বাড়তি চাপ থাকবে কিনা এই প্রসঙ্গে সোরভ বলেন, ‘সব সময়ই চাপ থাকে। আমি নিশ্চিত, ওরা সফল হওয়ার রাস্তা খুঁজে বার করবে। রাহুল দ্রাবিড় যখন খেলোয়াড় ছিল, ওর উপর ভালো খেলার চাপ ছিল। এখন ও হেড কোচ। স্বাভাবিকভাবেই কোচ হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার চাপ থাকবে ওর উপর।’
For all the latest Sports News Click Here