৪-৫ ওভার বাকি থাকতে ম্যাচ শেষ করতে চেয়েছিলাম, সেটা করতে পেরে খুব খুশি: হরমনপ্রী
শুভব্রত মুখার্জি: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় সিনিয়র মহিলা দল বর্তমানে রয়েছে বাংলাদেশ সফরে। সেখানে মিরপুরে প্রথম টি-২০ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত কৌরের অসাধারণ ব্যাটিংয়ে ভর করেই বড় জয় তুলে নিয়েছে তারা। ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারতীয় দল। সহজ জয়ের পরে দলের বোলারদের বিশেষত প্রশংসা করে হরমনপ্রীত কৌর জানালেন অসাধারণ দলগত জয়। বোলাররা বিশেষ করে নবীনরা ভালো বোলিং করেছে। হরমনপ্রীত জানিয়েছেন, তিনি যা চেয়েছিলাম তাই হয়েছে। ৪-৫ ওভার আগেই ম্যাচটা শেষ করতে চেয়েছিলেন তিনি। আর সেটা করতে পেরে খুব খুশি হরনপ্রীত।
ম্যাচ শেষে হরমনপ্রীত কৌর জানিয়েছেন, ‘এই জয়টা অসাধারণ দলগত জয়। বোলাররা বিশেষ করে নবীন মেয়েরা খুব ভালো বোলিং করেছে। আমার যেটা দেখার ছিল যে প্রথম ছয় ওভারে ওরা কেমন বোলিং করে। দুজনেই সেটা খুব ভালো ভাবে করেছে। দুজনেই পরিবেশ, পরিস্থিতিকে খুব ভালো ভাবে বুঝে নিয়েছিল। ওরা ছাড়াও দীপ্তি খুব ভালো বোলিং করেছে। দীপ্তি একজন অভিজ্ঞ বোলার, আর আজকের ম্যাচেও সেটাই দেখিয়ে দিয়েছে।’ স্মৃতি মন্ধানাকে নিয়ে বলতে গিয়ে হরমনপ্রীত বলেন, ‘সবসময় ও ১০০ শতাংশ দিতে প্রস্তুত। আজকেও স্মৃতি দেখিয়ে দিয়েছে কতটা দৃঢ় চরিত্রের ক্রিকেটার ও। দলে যখন স্মৃতি, শেফালিদের মতন ব্যাটাররা রয়েছে তখন খুব একটা চিন্তার কিছু থাকে না। আমি চেয়েছিলাম ৪-৫ ওভার আগেই ম্যাচটা শেষ করতে। আর সেটা করতে পেরে খুব খুশি আমি।’
ম্যাচে এ দিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা মাত্র ১১৪ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন সোর্না আখতার। এছাড়াও ওপেনার সাথী রানী ২২ এবং শোভানা মোস্তারি ২৩ রান করেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন শেফালি বর্মা, মিন্নু মানি এবং পূজা বস্ত্রকার। জবাবে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে যায় ভারত। ২১ রানে ২ উইকেট হারায় তারা। শেফালি বর্মা শূন্য রানে এবং জেমিমা ১১ রানে আউট হন। এরপর তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা। স্মৃতি ৩৮ রান করে আউট হন। হরমনপ্রীত কৌর ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে ভারতের জয় সুনিশ্চিত করেন। ম্যাচের সেরা ও নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর।
For all the latest Sports News Click Here