৪ বা তার নীচে ব্যাট করে ১ম ভারতীয় হিসেবে ১০০০ রানের নজির সূর্যকুমারের
শুভব্রত মুখার্জি: পার্থের অপ্টাস স্টেডিয়ামে রবিবাসরীয় মহারণে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল। টানটান লড়াইয়ের পর ম্যাচে দুই বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনী। ফলে ৫ পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে গ্রুপ শীর্ষে চলে গিয়েছে। আর চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ভারতীয় দল। এদিন ম্যাচে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস ভারতকে লড়াইয়ের জায়গাতে পৌঁছে দিয়েছিল। তার ৬৮ রানের ইনিংস ভর করেই এদিন তিনি গড়ে ফেলেছেন নয়া এক নজির। ব্যাটিং অর্ডারে চার বা তার নীচে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে প্রথম ভারতীয় হিসেবে করে ফেলেছেন ১০০০ রান।
কার্যত স্বপ্নের ফর্মে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। এই বছরেই টি-২০তে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেছিলেন। আর এদিন পার্থে কী অসাধারণ ব্যাটিংটাই না করলেন ভক্তদের আদরের ‘স্কাই’। যে পিচ অতিরিক্ত গতি এবং বাউন্সে সমস্যায় পড়তে হল বিরাট কোহলি, রোহিত শর্মাদের সেই পিচেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেললেন তিনি। মুখে চুইংগাম চিবোতে চিবোতে লুঙ্গি এনগিডি, কাগিস রাবাদাদের পরপর শটে ফেললেন মাঠের বাইরে।
চলতি বছরে ইতিমধ্যেই সূর্যকুমার ১৭৫.৫৩ স্ট্রাইক রেটে রান করে ফেলেছেন। অর্থাৎ ধারাবাহিকভাবে রান করা শুধু নয়, দ্রুতগতিতে ও রান করেছেন তিনি। তার চলতি বছরে রানের গড় ৪৮.৫৯। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল এনগিডির আগুনে গতির সামনে বেশ সয়স্যায় পড়ে যায়। একটা সময় ভারতের স্কোর ছিল ৪৯ রানে পাঁচ উইকেট। সেখান থেকে দীনেশ কার্তিককে সঙ্গী করে ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন সূর্যকুমার। ৪০ বলে সূর্য করেন ৬৮ রান। রোহিত শর্মা ১৫ এবং বিরাট কোহলি ১২ রান করেন।
রান তাড়া করতে নেমে প্রথমে সমস্যায় পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা দল। ২৪ রানে তাদেরও তিন উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে এডেন মারক্রাম ৫৬ এবং ডেভিড মিলার অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ফলে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় প্রোটিয়া বাহিনী।
For all the latest Sports News Click Here