৪ ওভারে ১৫ রানে ৫ উইকেট – T20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে ইতিহাস গড়লেন রেণুকা
চার ওভারে ১৫ রানে পাঁচ উইকেট – শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নজির গড়ে ফেললেন রেণুকা ঠাকুর। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগারের নজির গড়েন তারকা পেসার।
- রেণুকা ঠাকুর: ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ বোলিং করেন রেণুকা। চার ওভারে ১৫ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। যিনি একেবারে বড় ম্যাচের খেলোয়াড়।
- প্রিয়াঙ্কা রায়: ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ম্যাচে ৩.৫ ওভার বল করেছিলেন।
- ডায়ানা ডেভিড: ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-র ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ রানে চার উইকেট নিয়েছিলেন। চার ওভার বল করেছিলেন।
- পুনম যাদব: ২০২০ সালের বিশ্বকাপে গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন পুনম। চার ওভারে ১৯ রানে চার উইকেট নিয়েছিলেন।
- একতা বিস্ত: ২০১৬ সালে গ্রুপ ‘বি’-র ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন। চার ওভারে ২১ রান দিয়েছিলেন। তা সত্ত্বেও জিততে পারেনি ভারত। হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ICC T20 WC Ind W vs Eng W Live Updates – ৮ রান করে আউট শেফালি, ৬ ওভারে ভারতের স্কোর ৪০/১
রেণুকার ৫ উইকেট
- ড্যানি ওয়াট: নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট পান রেণুকা। একেবারে ট্রেডমার্ক বল করেন। উইকেটের পিছনে ভালো ক্যাচ নেন রিচা ঘোষ।
আরও পড়ুন: Richa Ghosh catch in IND vs ENG – ঝাঁপিয়ে দুর্ধর্ষ ক্যাচ রিচার! বিশ্বকাপে জ্বলে উঠলেন শিলিগুড়ির মেয়ে – ভিডিয়ো
- অ্যালিস ক্যাপসি: নিজের দ্বিতীয় ওভারেই দ্বিতীয় উইকেট তুলে নেন রেণুকা। আবারও সুইংয়ের জাদুতে ধাক্কা দেন ইংল্যান্ডকে। অফস্টাম্পের বাইরে থেকে বলটা ভিতরের দিকে ঢুকে আসে। অফস্টাম্পের মাথায় লাগে বল।
- সোফিয়া ডানক্লে: আবারও ইংরেজদের স্টাম্প ছিটকে দেন রেণুকা। তৃতীয় উইকেট এটা। ভিতরের দিকে ঢুকে আসা বল আছড়ে পড়ে সোফিয়ার স্টাম্প।
- অ্যামি জোনস: নিজের স্পেলের শেষ ওভারেও উইকেট পান রেণুকা। অফস্টাম্পের বাইরে বল ছিল। রিভার্স প্যাডেল মারার চেষ্টা করেন অ্যামি। তাঁর গ্লাভসে বল লাগে। উইকেটের পিছনে সহজ ক্যাচ রিচার। চতুর্থ উইকেট রেণুকার।
- ক্যাথরিন স্কিভার-ব্রান্ট: বিশবকাপের মঞ্চে দুর্ধর্ষ স্পেল। অফস্টাম্পের বাইরে ফুল বল। লং-অনের উপর দিয়ে বড় শটের চেষ্টা ক্যাথরিনের। রাধা যাদব ক্যাচ ধরলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here