৪ ওভারে ১২ রানে ৪ উইকেট – BPL-এ নেমেই বিধ্বংসী নাসিম, রান পেলেন না KKR-র লিটন
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে দাপট দেখালেন নাসিম শাহ। পাকিস্তানি গতিময় পেসার তুলে নেন চার উইকেট। হ্যাটট্রিকের আশাও জাগিয়েছিলেন। তাতে ঢাকা ডমিনেটরসের সামনে ১৬৫ রানের লক্ষ্যটা হয়ে যায় আরও বড়। কুমিল্লার দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে ঢাকা।
সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশালের পরই পয়েন্ট টেবিলে কুমিল্লার অবস্থান। প্রথম তিন ম্যাচে হেরে বিপিএল শুরু করা কুমিল্লা পেয়েছে টানা চার জয়। সোমবার মীরপুরে রাতের ম্যাচে কুমিল্লা ঢাকাকে হারিয়েছে ৬০ রানের বড় ব্যবধানে।
উসমান ঘানি সর্বোচ্চ ৩৩ রান করেন। ১৭ রান করেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ৪ ওভারে মাত্র ১২ রান দেন নাসিম। দুটি উইকেট নেন খুশদিল শাহ।টস হেরে ব্যাট করতে নেমে জনসন চার্লসের ৩২, খুশদিল শাহর ৩০ ও অধিনায়ক ইমরুল কায়েসের ২৮ রানের ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে কুমিল্লা। তবে রান পাননি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) লিটন দাস। ২০ বলে ২০ রান করেন।
৩ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন নাসির। দলটির সাত ম্যাচে জয় মাত্র একটিতে। প্লে-অফের আশা অনেকটাই শেষ হয়ে এসেছে তাদের।
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here