৪৯-শে পা ‘সেক্সবম্ব’ মালাইকার! পার্টির আয়োজনে প্রেমিক অর্জুন, শামিল সইফ-করিনারা
বয়স শুধুই একটা সংখ্যা মাত্র তা বারেবারে প্রমাণ করে দিয়েছেন মালাইকা আরোরা। বলিউডের মুন্নী রবিবার পা দিলেন ৪৯-এ। মুম্বইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় গার্লফ্রেন্ডের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অর্জুন কাপুর। মালাইকার জন্মদিন জমিয়ে দিলেন করিনা, করিশ্মা, সইফ, সীমা সজদেহ, সোফি চৌধুরী, মাহিপ কাপুর, মণীশ মালহোত্রারা। পৌঁছেছিলেন মালাইকার বোন অমৃতাও।
বার্থ ডে গার্লের দেখা মিলল সাদা-নীল আউটফিটে। সঙ্গে ম্যাচিং জুতো আর রোদচশমা। করিনা কাপুর খানের সাজ ছিল নজরকাড়া। ঘনিষ্ঠ বন্ধবীর জন্মদিনে কালো ব্রালেটের উপর ব্লেজার চাপিয়ে পৌঁছালেন বেবো। নীল শার্ট আর জিনসে ধরা দিলেন সইফ। আর মালাইকার মিস্টার পারফেক্ট অর্জুনের দেখা মিলল ডেনিম জ্যাকেট, গ্রে টি-শার্ট আর জিনসে।
মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন মালাইকা। করিনা কাপুর, সোনম কাপুর থেকে শুরু করে রিয়া কাপুর, অনন্যা পাণ্ডেরা শুঙেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় ‘মাল্লা’কে। তবে সবচেয়ে আদুরে শুভেচ্ছাটি এসেছে মালাইকার প্রেমিক অর্জুন কাপুরের তরফে। এদিন অর্জুনের সাফ বার্তা, ‘আমারই থেকো’। ঠিক কী লিখেছেন অর্জুন? ইনস্টাগ্রামে দুজনের একটি কপল ফটো শেয়ার করে ‘ইশকজাদে’ তারকা লেখেন- ‘শুভ জন্মদিন বেবি… এমনই থেকো, আনন্দে থেকে আর আমারই থেকো’। অর্জুনের এই রোম্যান্টিক শুভেচ্ছা বার্তায় মুগ্ধ নেটপাড়া।
পঞ্চাশ ছুঁইছুঁই মালাইকার চেয়ে ১২ বছরের ছোট অর্জুন। দুজনের প্রেম ঘিরে শুরু থেকেই নানান প্রশ্ন জমাট বেঁধেছে। মালাইকার বয়স, পোশাক- সব নিয়েই মাথাব্যাথা নেটিজেনদের। পালটা জবাব দিতে ভোলেন না অর্জুনও।
নিজেদের সম্পর্ককে লোকচক্ষুর আড়ালেও রাখেননি তাঁরা। ২০১৯ সালে অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে ভালোবাসার কথা ঘোষণা করে দেন দুজনে। তারপর থেকেই দুজনের রসালো রসায়ন বরাবর চোখ টেনেছে। কিন্তু প্রশ্ন হল কবে বিয়ে করছেন এই হ্যাপেনিং কপল? এই নিয়ে দিন কয়েক আগেই কফি উইথ করণের আসরে অর্জুন জানান, ‘আগে নিজের পায়ের নীচের মাটি শক্ত করতে চাই। তার পর বিয়ে। অর্থনৈতিক ভাবে সাফল্যের কথা বলছি না। কিন্তু পেশাদার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই। আর নিজে খুশি না থাকলে সঙ্গীকেও খুশি রাখা সম্ভব নয়।’
খুব শীঘ্রই লেখিকা হিসাবে নিজের নতুন সফর শুরু করবেন মালাইকা। নিউট্রিশন নিয়ে প্রথম বইটি লিখেছেন স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী। সুস্থ আর ফিট থাকবার টিপস এই বইয়েতে শেয়ার করবেন মালাইকা।
For all the latest entertainment News Click Here