৪৯ বছরেও কীসের প্রতি বেশি লোভ? এতদিনে সত্যিটা স্বীকার করে নিলেন সৌরভ দাদাগিরিতে
দাদাগিরি মানেই যেন ধামাকা। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন একটা নাম, যাকে নিয়ে উৎসাহের কোনও কমতি নেই। আর জি বাংলার গেম শো-তে এসে সৌরভকে নিয়ে নানা মজাদার প্রশ্ন করার সুযোগও ছাড়েন না প্রতিযোগীরা।
দাদাগিরির এক নতুন এপিসোড সম্প্রতি শেয়ার করা হয়েছে জি বাংলার অফিসিয়াল ইনস্টা পেজে। সেখানে দাদার ব্যাপারে নানা প্রশ্ন করা হয়। ‘দাদার লোভ’ শুনে সৌরভের উত্তর ‘খাওয়া-দাওয়া’, ‘দাদার সঞ্চয়’ প্রশ্নে উত্তর আসে ‘রেপুটেশন’। আর সাথে প্রশ্ন করা হয় ‘দাদার গ্ল্যামারের রহস্য’ নিয়েও। আর তাতে সৌরভ জানান, ক্যামেরার সামনে এই এত্ত চকচকে থাকার কারণ নাকি ‘মেকআপ’।
এবার সৌরভের এই গেম শো পা রাখল নবম সিজনে। মাঝে একবার ব্যস্ততার কারণে সঞ্চালকের আসনে থাকতে পারেননি। তবে বাদবাকি সময় তিনিও চালিয়েছেন এটিকে। শনি-রবি ফাঁক পেলেই টিভির সামনে বসে যায় দর্শক ‘দাদাগিরি’ দেখতে। সৌরভের ব্যাপারে যেমন নানা কথা যানা যায়, তেমনই আবার নানা অজানা তথ্যও উঠে আসে দেশ-বিদেশের ব্যাপার নিয়ে।
জি বাংলার শেয়ার করা এই পোস্টে নানা কমেন্টের মাঝে একজন নির্মাতাদের কাছে আবেদন জানিয়েছেন এত জলদি শো বন্ধ না করার। লিখেছেন, ‘দাদাগিরি আমার প্রিয় শো। কেননা এই শো প্রতি সপ্তাহে নতুন নতুন অনেক প্রশ্ন করে যা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তাই জি বাংলার কাছে বিশেষ অনুরোধ দাদাগিরিকে এত তাড়াতাড়ি শেষ না করে সারেগামাপাকে প্রতি রবিবার রাত 8:30 টায় সম্প্রচার করলে ভালো হয়।’
For all the latest entertainment News Click Here