৪৭ ডিগ্রিতে শুটিংয়ের অভিজ্ঞতা ব্যোমকেশ দেবের, লিখলেন ‘খুব কঠিন ছিল…’
ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শুটিংয়ে ব্যস্ত দেব। বাঘাযতীনের কাজ শেষ করেই তিনি মন দিয়েছেন বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবির শুটিংয়ে। মাঝে যদিও কদিনের বিরতি নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন তিনি এবং রুক্মিণী। ইতিমধ্যেই ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির কলকাতা অংশের শুটিং সম্পন্ন। হয়েছে। তারপর তাঁরা মধ্য প্রদেশে যান পরবর্তী পর্বের শুটিং করার জন্য। সদ্যই দেব সেখানকার শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁদের এই ছবির দ্বিতীয় অধ্যায়ের শুটিং শেষ হয়েছে।
রুক্মিণী মৈত্রকে এই ছবিতে সত্যবতীর চরিত্রে দেখা যাবে। তিনিও গোটা টিমের সঙ্গে শুটিংয়ের প্রয়োজনে ছিলেন মধ্য প্রদেশে। সেখানে গিয়ে তিনি ওরছা শহরে যান মায়ের সঙ্গে, পুজো দেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
দেব এদিন মধ্য প্রদেশে ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির দ্বিতীয় ভাগের শুটিং শেষ করে লেখেন, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শিডিউল নম্বর ২ -এর শুটিং শেষ হল। মধ্য প্রদেশে চলছিল এটার শুটিং। ভীষণ গরম ছিল, খুব কঠিন হয়েছিল আমাদের এখানে কাজ করা। কিন্তু তবুও ভীষণ ভালো লেগেছে। একেবারে অদেখা কিছু ভিজ্যুয়ালের জন্য তৈরি হয়ে যান। শিডিউল নম্বর ৩ -এর শুটিং শুরু করতে চলেছি আমরা এবার। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
দেব যে দুটি ছবি পোস্ট করেছেন সেখানে একটিতে তাঁকে সূর্যাস্তের সময় একটি আলোর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পাশে বসে আছেন আরেকজন কেউ। আরেকটি ছবিতে তাঁদের গোটা টিম। যদিও সেখানে রুক্মিণীর দেখা মেলেনি। তাঁরা মধ্য প্রদেশে ৪৭ ডিগ্রি গরমের মধ্যে এই ছবির শুটিং করেছেন বলেই জানা গিয়েছে।
এই ছবির প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, শ্যাডো ফিল্মস। অজিতের চরিত্রে এখানে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। এই ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্গ রহস্য গল্প অবলম্বনে তৈরি করা হচ্ছে। গল্পে সত্যবতীকে গর্ভবতী অবস্থায় দেখা যাবে। এর আগেও তিনি চ্যাম্প ছবিতে গর্ভবতীর চরিত্রে অভিনয় করেছিলেন এবার এখানে কেমন চরিত্রটি ফুটিয়ে তোলেন সেটাই দেখার।
প্রসঙ্গত রুক্মিণীকে আগামীতে পর্দায় নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে। তিনি এই ছবির কাজ শুরু করার কিছুদিন আগেই সেই ছবির শুটিং সম্পন্ন করেছেন।
For all the latest entertainment News Click Here