৪২ বলে ৩১ রান, টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিংয়ের একগাদা অজুহাত দিলেন ফিঞ্চ
টি-২০ ম্যাচে ৪২টি বল খেলে যদি কোনও ওপেনিং ব্যাটসম্যান মাত্র ১ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠান, তবে তা দর্শকদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে নিশ্চিত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ঠিক এরকমই বিরক্তিকর ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।
মঙ্গলবার পারথে ফিঞ্চ ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। সুতরাং, তাঁর স্ট্রাইক-রেট ছিল ৭৩.৮০। অনেক ব্যাটসম্যানই টেস্টে এর থেকে দ্রুত গতিতে রান তোলেন। শেষমেশ মার্কাস স্টইনিসের ১৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে শ্রীলঙ্কার ঝুলিয়ে দেওয়া ১৫৮ রানের টার্গেটে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ জিতলেও অজি দলনায়কের এমন স্লো ইনিংস নিয়ে সঙ্গত কারণেই গুঞ্জন চলছে ক্রিকেটমহলে। প্রশ্ন উঠছে তাঁর ফর্ম নিয়ে।
ম্যাচের শেষে কৌশলে নিজের এমন ঠুকঠুকে ব্যাটিংয়ের অজুহাত দিলেন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমার ইনিংসটি স্বাভাবিক ছিল না। খারাপ ইনিংস। আমি বল ঠিকমতো মারতেই পারিনি। তবে আমরা সার্বিকভাবে ব্যাট হাতে যেভাবে নিজেদের মেলে ধরেছি, মন্দ নয়।’
আরও পড়ুন:- T20 World Cup 2022: পাকিস্তানকে হারালেও বিশ্বকাপে ভারতের ‘সব থেকে দুশ্চিন্তার বিষয়’ চিহ্নিত করলেন গাভাসকর
ফিঞ্চ আরও বলেন, ‘আমরা জানতাম প্রথম চার-পাঁচ ওভারে বল সিম করবে। তাই যদি আমরা কোনও উইকেট না হারাই বা মাত্র ১ উইকেট পড়ে, তবে জয়ের ভিত গড়ে দেওয়ার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তবে যদি আমার ব্যাট চলত, রান তাড়া করা আরও সহজ হয়ে দাঁড়াত। আসলে ওরা সত্যিই ভালো লেনথে বল করেছে। শট নেওয়া মুশকিল ছিল। এমন বড় মাঠে যেমন তেমন ব্যাট চালিয়ে বল বার করে দেওয়া কঠিন। বিশেষ করে পিচে বাউন্স ছিল এবং বল অল্প-বিস্তর সিম করছিল। মাঝ ব্যাটে শট খেলা সহজ ছিল না।’
আরও পড়ুন:- IPL 2023 Auction: ইস্তানবুলে আইপিএল নিলাম! অবাক করা সিদ্ধান্ত নিতে চলেছে BCCI, রিপোর্ট
অজি দলনায়ক শেষ করেন এই বলে যে, ‘আমি যেরকম ব্যাট করেছি, তার জন্য এটা কোনও অজুহাত নয়। তবে শেষমেশ ২ পয়েন্ট সংগ্রহ করে নিতে পেরে ভালো লাগছে।’
বড় মাঠ, পিচের বাউন্স, বলের নড়াচড়া, শ্রীলঙ্কার বোলারদের টাইট বোলিং, নিজের ঠুকঠুকে ব্যাটিংয়ের জন্য ফিঞ্চ একগাদা অজুহাত দিলেও ম্যাক্সওয়েল ও স্টইনিসের ব্যাটিং দেখে একবারের জন্যও মনে হয়নি পিচ বা শ্রীলঙ্কার বোলিংয়ে কোনও জুজু ছিল বলে। ম্যাক্সওয়েল ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৩ রান করেন। স্টাইনিস নিজের ধ্বংসাত্মক ইনিংসে মারেন ৪টি চার ও ৬টি ছক্কা।
For all the latest Sports News Click Here