৪০ বছর বয়সে ২২ গজে আগুনে মেজাজে সাংসদ মাশরফি,ঢাকা প্রিমিয়ার লিগে গড়লেন নয়া নজির
বয়সটা নেহাৎ-ই সংখ্যা মাত্র। সেটার প্রমাণ এ বার দিলেন মাশরফি বিন মোর্তাজা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এখনও ২২ গজ কাঁপাচ্ছেন। আবার সাংসদ হিসেবে দেশের উন্নতির চেষ্টাও করে চলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের পারফরম্যান্স নজর কাড়া। আর তার পরেই ফের বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে মাশরফির নাম।
মাশরফি এখন ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের হয়ে খেলছেন। আর সেখানেই তিনি ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন। সোমবার ঢাকা মহমেডানের বিরুদ্ধে ম্যাচ ছিল। আর সেই ম্যাচে মাশরফি ২৩ রানে দিয়ে ৫ উইকেট নেন। তবে তিনি খুব বুদ্ধি করে বল করছেন এখন। বয়স হয়ে যাওয়ার কারণে জোরে বোলিং ছেড়ে চার-পাঁচ পা দৌড়ে মিডিয়াম পেস বোলিং করছেন। আর তাতেই ত্রাহি ত্রাহি রব উঠছে বিপক্ষের ব্যাটারদের।
আরও পড়ুন: শেষ T20-তে অবশেষে এল জয়, আফগানদের হারিয়ে চুনকাম হওয়ার লজ্জার থেকে বাঁচল পাকিস্তান
এই যেমন প্রাক্তন ক্রিকেটার ইমরুল কায়েসের স্টাম্প ছিটকে দেন তিনি। মাশরফির বল বুঝতেই পারেননি কায়েস। পরের চারটি উইকেট মাত্র ১৭ রানে নিয়েছেন। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন মাশরফি।
আরও পড়ুন: প্রসিধের পরিবর্ত হিসেবে PBKS এবং SRH-এ খেলা ১০ বছরের অভিজ্ঞ তারকা পেসারকে নিল RR
মাশরফির বয়স এখন ৩৯ বছর ১৭৩ দিন। আগের রেকর্ড ছিল মহম্মদ আশরাফুলের। তিনি ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩৭ বছর ২৫৮ দিন বয়সে। গত বছরের মার্চে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মহমেডানের বিরুদ্ধেই এই নজির গড়েছিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের প্রথম বোলার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫০ উইকেট নিলেন। এখন তাঁর পকেটে ৪৫২টি উইকেট।
For all the latest Sports News Click Here