৪০ বছর আগের গাভাসকরকে মনে করালেন কোহলি, একসঙ্গে এত মিল চমকে দেবে নিশ্চিত
১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই টেস্টে সুনীল গাভাসকর ঠিক যে পরিস্থিতিতে ছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে হুবহু সে রকম পরিস্থিতিতেই খেলতে নামেন কোহলি। উল্লেখযোগ্য বিষয় হল, ৪০ বছর আগের সেই টেস্টে গাভাসকর যে যে কীর্তি স্থাপন করেন, আমদাবাদ টেস্টে বিরাট কোহলিও ঠিক তাই করে দেখান। ২টি ম্যাচে দুই তারকার পারফর্ম্যান্সের মিল দেখলে চমকে যাবেন নিশ্চিত।
ঘরের মাঠে ৫০তম টেস্ট:-
# ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৮৩ সালের সেই টেস্ট ম্য়াচটি ছিল ঘরের মাঠে সুনীল গাভাসকরে ৫০তম টেস্ট ম্যাচ।
#অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদের এই টেস্ট ম্য়াচটি ঘরের মাঠে বিরাট কোহলির ৫০ নম্বর টেস্ট ম্যাচ।
চার নম্বরে ব্যাটিং:-
# ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই টেস্টের প্রথম ইনিংসে সুনীল গাভাসকর ব্যাটিং অর্ডারের চার নম্বরে মাঠে নামেন।
# অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি ৪ নম্বরে ব্যাট করতে নামেন।
ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান:-
# গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৮৩-র সেই টেস্টে ঘরের মাঠে দীর্ঘতম ফর্ম্যাটে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান।
# বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে ঘরের মাঠে দীর্ঘতম ফর্ম্যাটে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান।
ঘরের মাঠে ১৪ নম্বর টেস্ট সেঞ্চুরি:-
# গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই টেস্টের প্রথম ইনিংসে ২৩৬ রান করে অপরাজিত থাকেন। সেটি ছিল ঘরের মাঠে সানির ১৪ নম্বর টেস্ট সেঞ্চুরি।
# আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি দুর্দান্ত শতরান করেন। এটি ঘরের মাঠে বিরাটের ১৪ নম্বর টেস্ট সেঞ্চুরি।
টেস্ট শতরানের নিরিখে ব্র্যাডম্যানের পাশে:-
# গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে কেরিয়ারের ৩০ নম্বর টেস্ট সেঞ্চুরি করেন। তিনি ব্য়াডম্যানের ২৯টি টেস্ট সেঞ্চুরির নজির টপকে যান। অর্থাৎ সেই ম্যাচে সানি ব্র্যাডম্যানের থেকে ১টি সেঞ্চুরি এগিয়ে থাকেন।
# কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে কেরিয়ারের ২৮ নম্বর টেস্ট সেঞ্চুরি করেন। সুতরাং এই নিরিখে ব্র্যাডম্যানের ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তিনি। অর্থাৎ, এই ম্যাচে শতরানের সুবাদে কোহলি ব্র্যাডম্যানের থেকে মাত্র ১টি সেঞ্চুরি পিছিয়ে থেকে মাঠ ছাড়েন।
উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এটি ৮ নম্বর টেস্ট সেঞ্চুরি। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন সুনীল গাভাসকরকে। গাভাসকরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৮টি টেস্ট সেঞ্চুরি করেছেন।
For all the latest Sports News Click Here