৪,০,৪,৪,৬,৪: ফার্গুসনের ওভারে ব্যাট হাতে তাণ্ডব চালালেন গিল, গড়লেন নতুন রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে শুভমন গিলের স্বপ্নের দৌড় জারি। হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে একাধিক বিশ্বরেকর্ড গড়েন গিল। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০ রানের অনবদ্য ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এবার ইন্দোরে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফের শতরান করেন শুভমন। সেই সুবাদে গড়ে ফেলেন অনবদ্য এক নজির।
তিন ম্যাচের দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করার সর্বকালীন রেকর্ড গড়েন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের গিল ২টি সেঞ্চুরি-সহ ১৮০.০০ গড়ে ৩৬০ রান সংগ্রহ করেন। স্ট্রাইক-রেট ১২৮.৫৭। তিনি সিরিজে ৩৮টি চার ও ১৪টি ছক্কা মারেন।
ইন্দোরে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। তিনি ইনিংসের সপ্তম ওভারে চার-ছক্কার বন্যা বইয়ে দেন। লকি ফার্গুসনের ওভারের ৬টি বলের মধ্যে ৫টিকে বাউন্ডারির বাইরে পাঠান গিল। ওভারে ৪টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন।
সপ্তম ওভারের প্রথম বলে চার মারেন গিল। দ্বিতীয় বলে কোনও রান ওঠেনি। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন শুভমন। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। শেষ বলে ফের চার মারেন গিল। শুভমনের তাণ্ডবের সুবাদে সেই ওভারে ২২ রান সংগ্রহ করে ভারত।
১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। শেষমেশ ৭৮ বলে ১১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ধ্বংসাত্মক ইনিংসে তিনি ১৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
For all the latest Sports News Click Here