৪টি উইকেট, সঙ্গে ২৮ বলে হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের, তাও ঘরের মাঠে হার দিল্লির
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে যতটা সমস্যায় দেখাচ্ছে, ঠিক ততটাই অস্বস্তিতে সানরাইজার্স হায়দরাবাদ। অর্ধেক লিগ অভিযান শেষে দু’দলের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। তবে দিল্লি তাদের শেষ ২ ম্যাচে জয় তুলে নেওয়ায় হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠের বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। যদিও কাজে লাগেনি তাদের সেই আত্মবিশ্বাস। শেষমেশ ডেভিড ওয়ার্নাররা নিজেদের ডেরায় হার মানেন সানরাইজার্সের কাছে, যারা তাদের শেষ তিনটি ম্যাচ হেরে কোটলায় খেলতে নামে।
দিল্লিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ওপেনার অভিষেক শর্মা ও উইকেটকিপার এনরিখ ক্লাসেন।
অভিষেক ৩৬ বলে ৬৭ রান করে মাঠ ছাড়েন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। ক্লাসেন ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মায়াঙ্ক আগরওয়াল ৫, রাহুল ত্রিপাঠী ১০, এডেন মার্করাম ৮, আব্দুল সামাদ ২৮ ও আকিল হোসেন অপরাজিত ১৬ রান করেন। খাতা খুলতে পারেননি হ্যারি ব্রুক।
দিল্লির হয়ে দুর্দান্ত বল করেন মিচেল মার্শ। ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২৭ রানের বিনিময়ে একাই ৪টি উইকেট দখল করেন তিনি। এছাড়া ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট উইকেট নেন। উইকেট পাননি এনরিখ নরকিয়া, মুকেশ কুমার ও কুলদীপ যাদব।
আরও পড়ুন:- Video: ক্ষোভে ফেটে পড়েন রাসেল, হতাশায় মুখ ঢাকেন রানা, ইডেনে সুয়াশের এই ভুলের বড় মাশুল দিতে হয় KKR-কে
পালটা ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বসে। শূন্য রানে আউট হন দিল্লি দলনায়ক। তবে প্রাথমিক বিপর্যয় সামলে দলকে লড়াইয়ে ফেরান ফিল সল্ট ও মিচেল মার্শ। দুই তারকা ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরার পরেই খেই হারায় দিল্লি। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে থেমে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে হায়দরাবাদ।
আরও পড়ুন:- KKR vs GT: কালবৈশাখী নয়, বিজয় ঝড়ে তছনছ কেকেআরের সাজানো বাগান, ঘরের মাঠে হার কলকাতার
দিল্লির হয়ে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। তিনি শেষমেশ ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬৩ রান করে আউট হন। এছাড়া ফিল সল্ট ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন।
মণীশ পান্ডে ১, প্রিয়ম গর্গ ১২, সরফরাজ খান ৯, অক্ষর প্যাটেল অপরাজিত ২৯ ও রিপল প্যাটেল অপরাজিত ১১ রান করেন। হায়দরাবাদের হয়ে ২টি উইকেট নেন মায়াঙ্ক মার্কান্ডে। ১টি করে উইকেট দখল করেন ভুবনেশ্বর কুমার, আকিল হোসেন, টি নটরাজন ও অভিষেক শর্মা। উইকেট পাননি উমরান মালিক। দল হারলেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া মিচেল মার্শ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here