৩.৪ কোটি টাকা উড়ল নিলামে! উচ্ছ্বাসে ফেটে পড়লেন স্মৃতি-সহ ভারতীয় দল – ভিডিয়ো
যত বাড়ছে দর, তত রুমের মধ্যে বাড়ছে গলার আওয়াজ। শেষপর্যন্ত তিন কোটি ৪০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) স্মৃতি মন্ধানাকে নিতেই তুমুল হর্ষধ্বনিতে ভরে উঠল পুরো রুম। নিজেও উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। যে উচ্ছ্বাসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারতীয় দলের উচ্ছ্বাস দেখে মজেছেন নেটিজেনরা।
সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের (WPL Auction 2023) শুরুতেই স্মৃতির নাম ওঠে। তাঁর জন্য পুরো টাকা উজাড় করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন কোটি ৪০ লাখ টাকায় মন্ধানাকে নেয় আরসিবি। যে মন্ধানার বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা। আপাতত উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবথেকে বেশি দর উঠেছে স্মৃতির জন্যই।
আরও পড়ুন: WPL 2023 Auction Live Updates – জেমিমার পরে শেফালিকে দলে নিয়ে চমক দিল্লি ক্যাপিটালসের
সেই নিলামের মুহূর্ত দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি দেখছিলেন স্মৃতিরা। পুরো ভারতীয় দলের সঙ্গে বসে রুমে সেই নিলামে দেখছিলেন। পাশে বসেছিলেন রিচা ঘোষ, ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌররা। যত দর বাড়ছিল স্মৃতির, বড় স্ক্রিনে নিলাম দেখতে-দেখতে তত আনন্দে আত্মহারা হয়ে উঠছিলেন জেমিমা রদ্রিগেজরা। একটা করে মাইলস্টোন পার করছিলেন স্মৃতি, আর হাততালিতে কান পাতা দায় হচ্ছিল।
শেষপর্যন্ত ৩.৪ কোটি টাকায় স্মৃতিকে আরসিবি নেওয়ার পর ভারতীয় সহ-অধিনায়ক উচ্ছ্বাসে ফেটে পড়েন। আনন্দে আত্মহারা ওঠেন টিম ইন্ডিয়ার ‘নম্বর ১৮’ (ভারতীয় পুরুষ দলের নম্বর ১৮ বিরাট কোহলিও আবার আরসিবিতে খেলেন)। তখন রুমে কানপাতা রীতিমতো দায় হয়ে গিয়েছিল। স্মৃতিকে অভিনন্দন জানাতে থাকেন জেমিমা, হরমন, রিচা, হারলিন দেওলরা। ভারতীয় দলকে দেখেই বোঝাই যাচ্ছিল যে স্মৃতির জন্য ৩.৪ কোটি টাকা দর উঠলেও আজকের দিনটা ভারতীয় দলের প্রত্যেক মেয়ের।
আপাতত দক্ষিণ আফ্রিকায় আছে ভারতীয় দল
এখন দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women’s T20 World Cup 2023) চলছে। রবিবার প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। সেই ম্যাচে আঙুলের চোটের জন্য খেলতে পারেননি স্মৃতি। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্মৃতি খেলবেন বলে ভারতীয় অধিনায়ক হরমন আশাপ্রকাশ করেছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here