৩ বলে ৬ দরকার ছিল, অন্য কিছু তাই ভাবিনি- শেষ ওভারের পরিকল্পনা ফাঁস করলেন হার্দিক
ম্যাচ জিততে তিন বলে ভারতের প্রয়োজন ছয় রান। বল করছিলেন মহম্মদ নওয়াজ। যিনি আবার রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেট নিয়েছেন। টেনশন চড়ছিল সমর্থকদের মধ্যে। কিন্তু ক্রিজে তখন বদলে যাএয়া হার্দিক পাণ্ডিয়া। আইপিএল থেকেঅ একেবারে অন্য হার্দিককে পেয়েছে ভারতীয় ক্রিকেট। যিনি পরিণত, মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারেন। যাঁর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ২০তম ওভারের চতুর্থ বলটিই হার্দিক পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন হার্দিক।
১৭ বলে অপরাজিত ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি ভারতের জয় এনে দেন। তার আগে বল হাতে তুলে নেন মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহের উইকেট। ম্যাচের সেরা হার্দিক ছাড়া আর কে হবেন!
আরও পড়ুন: পরিত্রাতা হার্দিক, ২ বল বাকি থাকতে উত্তেজক জয় ভারতের
ম্যাচের পর হার্দিক শেষ ওভারে তাঁর পরিকল্পনার কথা ফাঁস করেছেন। তিনি বলেছেন, ‘পরিস্থিতি বুঝে অস্ত্র ব্যবহার করা গুরুত্বপূর্ণ। বল করার সময় সঠিক লেংথে বল করা জরুরি। ব্যাট করার সময় সুযোগ কাজে লাগাতে হয়। ঠিক মতো প্রয়োগ করতে হয়। ওভার ধরে ধরে পরিকল্পনা করেছি। মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছি। জানতাম শেষ ওভারের জন্য পাকিস্তান নাওয়াজকে রেখে দিয়েছে। সাত রান দরকার ছিল শেষ ওভারে। ১৫ রান দরকার থাকলেও আমি সুযোগ খুঁজে নিতাম। আমার মনে হয়, ওদের বোলারদের উপর আমাদের থেকে বেশিই চাপ ছিল। শেষ ওভারে একটা ছয় দরকার ছিল। তাই বাড়তি কিছু করার চেষ্টাই করিনি।’
আরও পড়ুন: ভুবি স্পেশাল বোলিং, অলরাউন্ডার হার্দিক – কোন ৫ কারণে পাকিস্তানকে হারাল ভারত?
আইপিএল থেকেই নতুন মেজাজে রয়েছেন হার্দিক। সেই মেজাজেই পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিলেন ভারতকে। চোট নিয়ে খেলা, দীর্ঘ দিন বল করতে না পারা— নানা সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন হার্দিক। সেখান থেকেই নিজেকে বদলে ফেলেছেন। আইপিএলের আগে কয়েকটা মাস কঠোর পরিশ্রম করেছেন। তারই ফল পেয়েছেন ২২ গজে ফিরে। ফল পেয়েছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি। গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন। ব্যাট হাতে দলের ইনিংস গড়েছেন। বল হাতে বিপক্ষকে ভেঙেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সুফল পাচ্ছে ভারতীয় ক্রিকেটও। হার্দিকের হাত ধরেই পাকিস্তানের বিরুদ্ধে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের হারের মধুর বদলাটাও নিয়ে ফেলল রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here