৩ বছর বয়সেই গিটার বাজাচ্ছে সুদীপার ‘গোলুমলু’ আদিদেব! আবার একটু নেচেও নিচ্ছে
সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে এখন থেকেই খুদে স্টার! মায়ের সাথে সে রান্নাঘরে গিয়ে পমফ্রেট মাছ রেঁধে ফেলেছে, দাদাগিরিতে গিয়ে খেলেও এসেছে! সঞ্চালিকা সময় পেলেই ছেলের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার শেয়ার করেছেন গোলুমলু আদির নতুন শখ।
সুদীপার শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে মাথা দুলিয়ে দুলিয়ে বেশ সুন্দর গিটার বাজাচ্ছ সে। মা যে ক্যামেরা নিয়ে সামনে আছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে আদির চাহুনিতে। সুদীপার ভিডিয়োতে দেখা গেল একমনে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। মা-ছেলের পাগলামোতে তিনি আর সঙ্গী হননি।
ভিডিয়োর ক্যাপশনে ‘#newfoundlove’ ব্যবহার করেছেন সুদীপা। মানে তিন বছরের আদির নতুন শখ এখন গিটার বাজানো। এর আগে ছেলের লুচি বেগুন ভাজা খাওয়ার ভিডিয়ো দিয়েছিলেন সুদীপা, জন্মদিনের ভিডিয়োতেও দেখা গিয়েছিল কপাত করে পটলভাজা মুখে পুড়ে নিয়েছে আদি। মা এত ভালো রান্না করলে, ছেলে খেতে তো ভালোবাসবেই।
আদিকে আদরে ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ‘মিষ্টি সোনা’, ‘গোলুমলু’, ‘এনেক বড় হও’, ‘চটকে দেব তোমায়’র মতো নানা কমেন্ট পড়েছে এই ভিডিয়োতে।
১২ নভেম্বর তিনে পা দিয়েছে এই খুদে। সন্তান ও কাজের মধ্যে প্রথম থেকেই ভারসাম্য রেখে চলেছেন সুদীপা। ছেলের জন্মের পর কিছুদিন ব্রেক নিয়েছিলেন শ্যুট থেকে। আপাতত ‘রান্নাঘর’র পাশাপাশি রয়েছে তাঁর নিজের রেস্তোরাঁ, নিজস্ব বুটিক, যেখানে ডিজাইনার শাড়ির পাশাপাশি আজকাল সোনার গয়নাও রাখছেন তিনি।
For all the latest entertainment News Click Here