৩ দিনে ৫০ কোটি! রকি অউর রানি-র সাফল্যে ইনস্টাগ্রামে বড় ঘোষণা আলিয়ার
প্রেক্ষাগৃহে এখন রমরমিয়ে চলছে করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি। বক্স অফিসে সাফল্যর পাশাপাশি প্রশংসা পেয়েছে ছবিখানা সমালোচকদের কাছ থেকেও। গল্লি বয় জুটি রণবীর সিং আর আলিয়া ভাটের জুটি, সাত বছর পর করণ জোহরের পরিচালনায় ফেরা, সবই সফল। সোমবার সকলকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন রানি চট্টোপাধ্যায় থুরি আলিয়া ভাট।
২৮ জুলাই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। Sacnilk.com রিপোর্ট অনুসারে RARKPK মুক্তির প্রথম তিন দিনে এই ছবি মোট ৪৬ কোটির ব্যবসা করেছে। শুক্রবার এই ছবির আয় ছিল ১১.১ কোটি, দ্বিতীয় দিনে ১৬.০৫ কোটি আর তৃতীয় দিনে ১৯ কোটি। রবিবার ধর্ম প্রোডাকশনও সোশ্যাল মিডিয়ায় ছবিটির বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করে নেয়। ‘ভালোবাসার উদযাপন বক্সঅফিসে এরকমই জোরদার হয়। রকি অউর রানি কি প্রেম কাহানির জন্য আপনাদের প্রেম অপ্রতিরোধ্য।’ আরও পড়ুন: বাবা-ছেলের সঙ্গে ‘শুয়েছেন’! পাকিস্তানি সাংবাদিকের নামে বিদেশ মন্ত্রকে সেলিনা
আলিয়ার পোস্ট
ইনস্টাগ্রামে রকি ওরফে রণবীর সিং ও করণ জোহরের সঙ্গে ছবি শেয়ার করে নিলেন আলিয়া ভাট। আর সঙ্গে লিখলেন, ‘ভালোবাসা থাকা মানেই সব আছে!!! আমাদের হৃদয়ের অন্তর থেকে… সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ… চির কৃতজ্ঞ! (হলুদ হৃদয় ইমোটিকন) রকি, রানি আর আমাদের এই কাহিনির নির্মাতার পক্ষ থেকে সকলকে ভালোবাস।’ আরও পড়ুন: ক্লিন শেভড লুক,জাওয়ানের প্রথম গান ‘জিন্দা বান্দা’য় প্রিয়ামানি ও সানিয়ার সঙ্গে চুটিয়ে নাচলেন শাহরুখ খান
এই ছবিতে সাদা পোশাকে টুইনিং করেছেন আলিয়া আর রণবীর। পিছনে কমলা টি-শার্টে করণ। তিন জনেই হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন।
গল্প অনুসারে, করণ জোহরের সিনেমা রকি ( রণবীর সিং ) এবং রানি (আলিয়া)-এর প্রেম নিয়ে। রকি ফিটনেস ফ্রিক, পঞ্জাবি মুণ্ডা। আর আলিয়া বাঙালি পরিবারের মেয়ে, পেশায় সাংবাদিক। দুজনেই ভিন্ন মেরুর। পরিবারও একে-অপরের থেকে আলাদা। কীভাবে হবে বিয়েটা, সেটা নিয়েই এই সিনেমা। আরও পড়ুন: ‘উত্তমকুমারের পর দেবই সেরা!’, ব্যোমকেশে কাজ করে দরাজ প্রশংসা অম্বরীশের
ছবিতে রণবীর আলিয়ার সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন আর শবানা আজমি। এছাড়াও সিনেমায় রয়েছেন বাংলার দুই অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। যাদের আলিয়ার বাঙালি মা-বাবার ভূমিকায় দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here