৩ ওভারে দিলেন ৫/৩! শ্রীলঙ্কার কোমর ভেঙে দিয়ে কী বললেন ফাইনালের সেরা রেণুকা সিং?
শনিবার ২০২২ মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে সপ্তমবার মহিলা এশিয়া কাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। এ দিন শ্রীলঙ্কার ইনিংস ৯ উইকেটে ৬৫ রানে সীমাবদ্ধ রাখার পরভারত দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্য অর্জন করে নেয়। ৮.৩ ওভারেই ৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় হরমনপ্রীতরা। এদিন ওপেনার স্মৃতি মন্ধনা ২৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে দুরন্ত বোলিং করেন রেণুকা সিং। মাত্র তিন ওভার বল করে পাঁচ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। যারমধ্যে তিনি একটি মেডেন ওভারও নিয়েছিলেন। এছাড়াও অনুষ্কাকে রান আউট করেছিলেন রেণুকা।
আরও পড়ুন… Women’s Asia Cup 2022: নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন দীপ্তি? টুর্নামেন্টের সেরা হয়েই দিলেন উত্তর
এরফলে সপ্তমবার মহিলা এশিয়া কাপ ঘরে তুলল ভারত। এটি ছিল মহিলাদের এশিয়া কাপের অষ্টম ইভেন্ট,যেখানে এটি ছিল ভারতের সপ্তম জয়। ভারত ওডিআই ফর্ম্যাটে চারবার মহিলা এশিয়া কাপ জিতেছে, আর টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনবার এশিয়া কাপ জিতল। রেণুকা সিংকে তাঁর দুরন্ত পারফমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। রেণুকা সিং ম্যাচের সেরা হয়ে বলেন,‘আমি খুব খুশি কারণ গত কয়েকটি ম্যাচে আমি ভালো বল করতে পারিনি। আমি কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছি এবং এটি কাজ করেছে। আমি ভিন্ন কিছু চেষ্টা করিনি এবং শুধুমাত্র আমার মৌলিক বিষয়গুলিতে মনোনিবেশ করেছি। অধিনায়ক এবং কোচ সহ আমার পুরো দল আমাকে সমর্থন করে।’
ফাইনালে রেণুকা সিং তিন ওভারে ৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। রেণুকার দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে ভারত তিনটি উইকেট শিকার করেন। যার মধ্যে দুটি ক্যাচ এবং একজন খেলোয়াড় রান আউট হয়। এই ওভারের পর শ্রীলঙ্কা দল আর ম্যাচে ফিরতে পারেনি। রেণুকা তার শক্তিশালী পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আর দীপ্তি শর্মা সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন… T20 WC 2022-এর আগে উঠল বিরাট কোহলিকে গ্রেফতারের দাবি! জেনে নিন আসল বিষয়টা কী?
২০২২ মহিলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের কথা বললে, এদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করতে শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে তাদের এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করেছিলেন হরমনপ্রীতরা। মাত্র ১৬ রানের মধ্যেই শ্রীলঙ্কার অর্ধেক ইনিংস শেষ করে দিয়েছিল ভারত। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছিল ৬৫ রান। যার জবাবে ভারতের মহিলা দল ৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল।
For all the latest Sports News Click Here