৩ ওভারে দরকার ৩৮,দেখুন কীভাবে ঝড় তুলে পারথকে চ্যাম্পিয়ন করলেন হবসন-কুপার: Video
বড় মঞ্চের চাপ সামলানো অভ্যাসে পরিণত করে ফেলেছে পারথ স্কর্চার্স। কেন তারা বিগ ব্যাশ লিগের সব থেকে সফল দল, বোঝা যায় ব্রিসবেন হিটের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ দেখেই।
টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখা নিতান্ত কঠিন সন্দেহ নেই। তার উপর সদ্য ক্রিজে আসা দু’জন ব্যাটসম্যান যদি দেখেন ম্যাচ জয়ের জন্য ৩ ওভারে ৩৮ রান বাকি রয়েছে, তবে তাঁদের আরও ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক।
নিক হবসন ও কুপার কনলি অবশ্য প্রতিকূল পরিস্থিতিতেও মোটেও ভয় পাননি। বরং মাথা ঠান্ডা রেখে ঝড়ের গতিতে রান তোলেন দু’জনে। ৪ বল বাকি থাকতেই স্কর্চার্সকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুই তারকা।
১৮তম ওভারে জেমসের বলে ২টি ছয় ও ১টি চারের সাহায্যে ১৮ রান (৬, ২, ৪, ০, ০, ৬) সংগ্রহ করেন কুপার। ১৯তম ওভারে জনসনের বলে কোনও বাউন্ডারি না মেরেও ১০ রান (১, ২, ২, ১, ২, ২) সংগ্রহ করে পারথ। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল স্কর্চার্সের। নেসারের প্রথম বলে ১ রান নেন কুপার। দ্বিতীয় বলে ছক্কা মারেন হবসন। তৃতীয় বল নো হয়, তবে সেই বলে বাউন্ডারি মেরে পারথের জয় নিশ্চিত করেন নিক।
শেষমেশ হবসন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৫ রান করে নট-আউট থাকেন কুপার।
ম্যাচে ব্রিসবেন হিটকে ৫ উইকেটে পরাজিত করে পারথ। প্রথমে ব্যাট করে ব্রিসবেন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। জোশ ব্রাউন ২৫, স্যাম হিজলেট ৩৪, ন্যাথন ৪১, জিমি পেয়ারসন ৩, স্যাম হেইন ২১, ম্যাক্স ব্রিয়ান্ট ৩১, জেমস ব্যাজলি ৫ ও জেভিয়ার বার্টলেট ৬ রান করেন।
পারথের হয়ে ২টি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ ও ম্যাথিউ কেলি। ১টি করে উইকেট দখল করেন ডেভিড পেইন, অ্যারন হার্ডি ও অ্যান্ড্রু টাই।
For all the latest Sports News Click Here