৩৬ বল বাকি থাকতে হার! যে কোনও ফর্ম্যাটে আয়ারল্যান্ডের কাছে প্রথম হারল বাংলাদেশ
প্রথম দুটি ম্যাচে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে দাঁড়াতে দিল না আয়ারল্যান্ড। ৩৬ বল বাকি থাকতেই শাকিব আল হাসানদের উড়িয়ে দিল। সেই জয়ের সুবাদে যে কোনও ফর্ম্যাটে বাংলাদেশকে প্রথমবার হারানোর স্বাদ পেলেন আইরিশরা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। যিনি ৪১ বলে ৭৭ রান করেন।
শুক্রবার চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে লিটন দাস এবং রনি তালুকদারের জুটি যে তাণ্ডব চালাচ্ছিল, আজ সেটা হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা লিটন। কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সেইসময় একটি জুটি গড়ে তোলার দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সেটা হয়নি। নিয়মিত ব্যবধানে আউট হয়ে যান রনি, শাকিবরা। একটা সময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬.৩ ওভারে পাঁচ উইকেটে ৪১ রান।
শেষপর্যন্ত ১৯.২ ওভারে ১২৪ রানে অল-আউট হয়ে যায়। বাংলাদেশ যে ১০০ রানের গণ্ডি পার করেছে, সেটার জন্য শামিম হোসেনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যিনি ৪২ বলে ৫১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন রনি। আয়ারল্যান্ডের হয়ে চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন মার্ক অ্যাডের। দুটি উইকেট পান ম্যাথু হাফ্রেস। একটি করে উইকেট নেন ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যামফার, বেন ওয়াইট এবং গ্যারেথ ডেলানি।
আরও পড়ুন: BAN vs IRE T20I Records: ৪৩ বলে ১০০ রান! ইংল্যান্ডের ধাঁচে খেলে T20-তে একগুচ্ছ রেকর্ড গড়ল বাংলাদেশ
বাংলাদেশের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আয়ারল্যান্ডকে জেতানোর দায়িত্ব নেন অধিনায়ক স্টার্লিং। রস এডের ও লরকান টাকার আউট হয়ে গেলেও দলকে টানতে থাকেন। তৃতীয় উইকেট হ্যারির সঙ্গে ৪২ বলে ৬৮ রান যোগ করেন। যে জুটিতে ১৬ বলে মাত্র ১৩ রান করেন হ্যারি। বাকি রানটা করেন স্টার্লিং। শেষপর্যন্ত ৭৭ রান করে তিনি যখন আউট হন, তখন জয়ের জন্য মাত্র ১৬ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। যা ছয় ওভার বাকি থাকতেই তুলে নেন টেক্টররা। ম্যাচের সেরা নির্বাচিত হন স্টার্লিং। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তাসকিন আহমেদ।
আরও পড়ুন: Shakib Al Hasan creates history: KKR-র সতীর্থ সাউদিকে টপকে T20I-তে ইতিহাস শাকিবের! ৫ উইকেট নিয়ে গড়লেন অনেক নজির
বাংলাদেশকে হারিয়ে কী কী নজির গড়ল আয়ারল্যান্ড?
- যে কোনও ফর্ম্যাটে প্রথমবার বাংলাদেশকে হারানোর স্বাদ পেল আয়ারল্যান্ড। বাংলাদেশের বিরুদ্ধে মোট ১০ টি ম্যাচে খেলেছেন আইরিশরা।
- টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে অল-আউট করল আয়ারল্যান্ড। অর্থাৎ বাংলাদেশের ১০ উইকেট তুলল।
- জিম্বাবোয়ে ছাড়া পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কোনও পূর্ণ সদস্যের দলকে অল-আউট করল আয়ারল্যান্ড।
For all the latest Sports News Click Here