৩৬ বছর পর কানাডা বিশ্বকাপের টিকিট পেলেও,ঝুলে থাকল মেক্সিকো, যুক্তরাষ্ট্রের ভাগ্য
গত ম্যাচে কোস্টা রিকার বিরুদ্ধে ০-১ ব্যবধানে হেরে কানাডার বিশ্বকাপ খেলার স্বপ্নে সাময়িক আঘাত লেগেছিল বটে। তবে ঘরের মাঠে জামাইকাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের টিকিট বুক করল আলফন্সো ডেভিসের দল। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ খেলবে কানাডা।
হাড়হিম করা ঠান্ডায়, ঘরের মাঠে কানাডার সমর্থকদেরা নিজেদের সমর্থনের মাধ্যমে উত্তেজনার পারদ চড়িয়েছিল। আগের ম্যাচে ধাক্কা খেলেও, এই ম্যাচে সুযোগ নষ্ট করার মুডে ছিল না কানাডা। সাইল লারিন এবং বুখানন কানাডার হয়ে প্রথমার্ধে দুই গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে জুনিয়ার হইলেট কানাডার হয়ে তৃতীয় গোল করার পর অ্যাড্রিয়ান মারিয়াপ্পা আত্মঘাতী গোল করে কানাডাকে ৪-১ জিততে সাহায্য করে। ১৯৮৬ সালে ম্যাক্সিকো বিশ্বকাপের পর কাতারেই প্রথমবার মাঠে বিশ্বমঞ্চে দেখা যাবে কানাডাকে।
তবে কানাডা বিশ্বকাপের টিকিট বুক করলেও, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো জিতেও তা করতে পারল না। যুক্তরাষ্ট্রের যোগ্যতা অর্জন করার জন্য নিজেদের ম্যাচ ড্র করলে কোস্টা রিকার হার এবং জিতলে কেইলর নাভাসের দল ড্র করলেও বিশ্বকাপের টিকিট পাওয়া হয়ে যেত। তবে কোস্টা রিকা এল সালভাদোরকে ২-১ হারানোয় তা আপাতত আটকে গেল। যুক্তরাষ্ট্র চেলসি তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে ভর করে ৫-১ ব্যবধানে পানামাকে হারায় এবং হন্ডুরাসের বিরুদ্ধে ১-০ জেতে মেক্সিকো।
যোগ্যতাপর্বের শেষ ম্যাচে মেক্সিকো নামছে এল সালভাদোরের বিপক্ষে, যুক্তরাষ্ট্র খেলবে কোস্টা রিকার বিরুদ্ধে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নিজেদের ম্যাচ ড্র করলেই বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলবে। বর্তমানে দুই দলই লিডার কানাডার থেকে তিন পয়েন্ট কম, ২৫ পয়েন্ট নিয়ে দুই ও তিনে রয়েছে। কোস্টা রিকা তাদেরও তিন পয়েন্ট পিছনে চতুর্থ স্থানে। উত্তর আমেরিকা থেকে যোগ্যতাপর্বের প্রথম তিন দল সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে। চতুর্থ দলকে যোগ্যতা পাওয়ার জন্য খেলতে হবে ওশিয়ানিয়া মহাদেশের আরেক দলের সঙ্গে কোয়ালিফায়ার।
For all the latest Sports News Click Here